<p style="text-align:justify">নওগাঁর বদলগাছী উপজেলায় সমন্বয়ক আতিকুর রহমানের ওপর হামলা ও মারধরের ঘটনায় দোষীদের বিচারের দাবি জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নওগাঁর সমন্বয়করা। গতকাল রবিবার সন্ধ্যা ৭টায় স্থানীয় একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এই বিচার দাবি করেন তারা। </p> <p style="text-align:justify">সংবাদ সম্মেলনে সমন্বয়করা অভিযোগ করে বলেন, একটি স্বার্থান্বেষী গোষ্ঠীর অনিয়ম-দুর্নীতির প্রত্যাশাকে বাধা দেওয়ায় আতিকুরকে মারধর করা হয়েছে।</p> <p style="text-align:justify">তারা আরো বলেন, গত ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে ফ্যাসিবাদী সরকারের পতনের পর বৈষম্যবিরোধী, গণতান্ত্রিক ও দুর্নীতিমুক্ত রাষ্ট্র প্রতিষ্ঠার প্রেক্ষাপট তৈরি হয়েছে। আশা ছিল, দেশের অন্য রাজনৈতিক দলগুলোর ক্ষেত্রে সহযোগিতা প্রদান করবে। কিন্তু এই সুযোগে একটি গোষ্ঠী আগের মতোই চাঁদাবাজি, লুটপাটসহ নতুন করে ফ্যাসিবাদী কায়দা চালু করার চেষ্টা করছে। তাদের প্রতিহত করতে গিয়েই ছাত্র প্রতিনিধিরা হামলার শিকার হচ্ছেন। </p> <p style="text-align:justify">তারা বলেন, আতিকুরের ওপর হামলাকারী মারুফ রাব্বানী মতিন বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত। এর আগে তিনি আওয়ামী লীগের সঙ্গে যুক্ত ছিলেন বলেও জানান তারা।</p> <p style="text-align:justify">সংবাদ সম্মেলনে ছাত্র সমন্বয়ক ফজলে রাব্বী, তানজিম বিন বারী, আরমান হোসেন, মো. রাফি রেজওয়ান, সাদনান সাকিব, মেহেদী হাসান, শফিক মোয়াম্মার রিয়াল উপস্থিত ছিলেন। </p>