<p style="text-align:justify">বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলার অভিযোগে দায়ের হওয়া একাধিক মামলার আসামি চট্টগ্রাম সিটি করপোরেশনের ২৬ নং উত্তর হালিশহর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো. ইলিয়াসকে গ্রেপ্তার করেছে পুলিশ।</p> <p style="text-align:justify">রবিবার (১২ জানুয়ারি) রাতে ঢাকার কলাবাগান এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।</p> <p style="text-align:justify">হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে হামলার অভিযোগে হালিশহর থানায় দায়ের হওয়া একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া তার বিরুদ্ধে চট্টগ্রামের কোতোয়ালি থানায় দুইটি মামলা রয়েছে।</p>