<p>ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে দুই গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৩ জানুয়ারি) চান্দোহর এবং জসাইপাড়া গ্রাম থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।</p> <p>পুলিশ সূত্র জানায়, উপজেলার বৈরচুনা ইউনিয়নের চান্দোহর গ্রামের আকবর আলী স্ত্রী রহিমা বেগমের (৫০) মরদেহ উদ্ধার করা হয়। সকালে জনৈক মনোয়ারা বেগমের বাড়ির উঠানের খড়ের পালা থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। </p> <p>অন্যদিকে একই সময়ে উপজেলার জসাইপাড়া গ্রামের সাগর আলীর স্ত্রী মিরু আকতারের (২৪) লাশ তার শয়নকক্ষ থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়। এ ঘটনায় পৃথক দুটি ইউডি মামলা করা হয়েছে।</p> <p>পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম দুই গৃহবধূর লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।</p>