<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">চট্টগ্রাম নগরীর সেগুনবাগান এলাকা থেকে হাত-পা বাঁধা ও চোখে-মুখে টেপ মোড়ানো অবস্থায় আবদুর রহমান বাবুল নামের এক রিকশাচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রবিবার সকালে সেগুনবাগান ওয়ার্কশপ গেট এলাকার একটি সড়ক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ বলছে, আবদুর রহমান বাবুলকে খুন করে তাঁর ব্যাটারিচালিত রিকশাটি নিয়ে গেছে দুর্বৃত্তরা। তাঁর দেবপাহাড় এলাকায় একটি টেইলার্সের দোকান আছে। তিনি এক মাস ধরে রাতে রিকশা চালাতেন। খুলশী থানার উপপরিদর্শক মো. বেলাল হোসাইন বিষয়টি নিশ্চিত করেছেন।</span></span></span></span></span></p>