<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ময়মনসিংহের পশ্চিম গোবরাকুড়া এলাকা থেকে বিপন্ন প্রজাতির একটি চিতা বিড়াল উদ্ধার করা হয়েছে। গতকাল রবিবার দুপুরে গোপালপুর বিটের কর্মকর্তারা প্রাণীটিকে উদ্ধার করেন। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">স্থানীয় লোকজন জানায়, স্থানীয় এমদাদুল হকের মুরগির খামারে বিড়ালটি প্রতিদিন খাবারের জন্য হানা দিচ্ছিল। বিড়ালটি ধরার সময় তার কামড়ে স্থানীয় রোমান নামের এক যুবক আহত হন। এলাকায় বাঘের বাচ্চা ধরা পড়েছে এমন খবরে বিড়ালটি দেখতে শত শত মানুষ ভিড় করে। আসলে এটিকে লেপার্ড ক্যাট বা মেছো বিড়াল বলা হয়ে থাকে। স্থানীয় লোকজনের ধারণা, প্রাণীটি মেঘালয়ের পাহাড় থেকে খাদ্যের সন্ধানে লোকালয়ে আসতে পারে।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গোপালপুর বন বিটের অফিস কর্মকর্তা আবু হানিফ বলেন, এটি একটি বিপন্ন প্রাণী। এরা লোকালয়ের কাছাকাছি থাকে। কাঁকড়া, ব্যাঙ ইত্যাদি খায়। মূলত খাবারে খোঁজেই বন বিড়ালটি লোকালয়ে ঢুকেছিল। পরে বন বিভাগের সিদ্ধান্তে প্রাণীটিকে অবমুক্ত করা হবে।</span></span></span></span></span></p>