<p style="text-align:justify">নীলফামারী কারাগারের হাজতি মো. মোমিনুল ইসলামের (৪৮) মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৪ জানুয়ারি) ভোর ৪টার দিকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন তার মৃত্যু হয়। </p> <p style="text-align:justify">মো. মোমিনুল ইসলাম জলঢাকা উপজেলার মীরগঞ্জ ইউনিয়নের দেওয়ানীটারি গ্রামের মতিয়ার রহমানের ছেলে।</p> <p style="text-align:justify">কারাগার সূত্র জানায়, মারামারি ও ভাঙচুরের অভিযোগে জলঢাকা থানায় দায়ের হওয়া একটি মামলায় গত ১২ ডিসেম্বর মো. মোমিনুল ইসলাম আদালতে আত্মসমর্পণ করেন। আদালত তাকে কারাগারে পাঠালে গত ৭ জানুয়ারি শ্বাসকষ্টজনিত সমস্যায় তাকে নীলফামারী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসকের পরামর্শে পরদিন রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ মঙ্গলবার ভোর ৪টার দিকে তার মৃত্যু হয়।</p> <p style="text-align:justify">নীলফামারী জেলা কারাগারের জেল সুপার মো. রফিকুল ইসলাম তার মৃত্যুর সত্যতা নিশ্চিত করে বলেন, ‘রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে লাশ রাখা হয়েছে। ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হবে।’</p>