<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সারা দেশে গত এক দিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু হয়েছে। এ সময় এডিস মশাবাহিত রোগটি নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে আরো ৩১ জন। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, গত এক দিনে মৃত দুজনকে নিয়ে নতুন বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে সাতজনে। হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা হয়েছে ৭০০ জন।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গতকাল সকাল পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় মারা যাওয়া দুজন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার হাসপাতালে চিকিৎসাধীন ছিল। মঙ্গলবার সকাল পর্যন্ত আগের এক দিনে নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায় ১৬ জন, চট্টগ্রাম বিভাগে চারজন, খুলনা বিভাগে দুজন, রাজশাহী বিভাগে দুজন, রংপুর বিভাগে তিনজন এবং বরিশাল বিভাগে সাতজন হাসপাতালে ভর্তি হয়েছে।</span></span></span></span></span></p>