<p>দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী জানিয়েছে, উত্তর কোরিয়া দেশটির পূর্ব উপকূল থেকে সমুদ্রের দিকে একাধিক স্বল্প-পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। মঙ্গলবার (১৪ জানুয়ারি) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।</p> <p>দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী জানায়, কোরিয়ান উপদ্বীপ এবং জাপানের মধ্যবর্তী জলসীমায় অবতরণের আগে ক্ষেপণাস্ত্রগুলো ২৫০ কিলোমিটার (১৫৫ মাইল) পর্যন্ত ভ্রমণ করেছিল। স্থানীয় সময় আনুমানিক মঙ্গলবার সকাল ৯ না ৩০ মিনিটে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণগুলো শনাক্ত করা হয়। ধারণা করা হচ্ছে, এটি উত্তর কোরিয়ার জাগাং প্রদেশ থেকে উৎক্ষেপিত হয়েছিল।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="যে কারণে অস্ট্রেলিয়ার ৯ সমুদ্রসৈকত বন্ধ ঘোষণা" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2025/01/14/1736840743-a992f07d19721dbf74df68c1ed4e7c56.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>যে কারণে অস্ট্রেলিয়ার ৯ সমুদ্রসৈকত বন্ধ ঘোষণা</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/world/2025/01/14/1468544" target="_blank"> </a></div> </div> <p>দক্ষিণ কোরিয়া বলছে, পিয়ংইয়ং আরো ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের প্রস্তুতি নিচ্ছে। এ ঘটনার নিন্দা জানিয়ে সিউল। কোরিয়ান উপদ্বীপের শান্তি ও স্থিতিশীলতার জন্য হুমকি বলেও অভিহিত করেছে সিউল। এর আগেও গত ৬ জানুয়ারি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ও শীর্ষ কূটনীতিক অ্যান্তনি ব্লিংকেন দক্ষিণ কোরিয়া সফরে থাকাকালীন উত্তর কোরিয়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করে।</p> <p>পিয়ংইয়ং জানায়, পরীক্ষামূলকভাবে উৎক্ষিপ্ত ক্ষেপণাস্ত্রটি ছিল সবচেয়ে উন্নত ও শক্তিশালী সলিড-ফুয়েল ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র (আইসিবিএম)। এদিকে, উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের বিষয়টি পর্যবেক্ষণে রয়েছে বলে জানিয়েছে জাপান।</p> <p>সূত্র : আলজাজিরা<br />  </p>