<p style="text-align:justify">জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সকল একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ রয়েছে। শিক্ষার্থীদের ঘোষণা অনুযায়ী শাটডাউন চলছে। </p> <p style="text-align:justify">মঙ্গলবার (১৪ জানুয়ারি) দুপুরে সরেজমিনে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের কলা ভবন, সামাজিক বিজ্ঞান ভবন ও শহীদ সাজিদ একাডেমিক ভবনে তালা দেয়া। ক্যাফেটেরিয়া খোলা আছে। তবে শিক্ষার্থীদের আনাগোনা কম দেখা গিয়েছে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের ভিসি ভবনে তালা দেয়া রয়েছে। </p> <p style="text-align:justify">বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ায় দায়িত্বে থাকা রাসেল মিয়া বলেন, আজ শাটডাউন চলছে। ভাত, মুরগির গোশত, ডাল, মাছসহ ভারী খাবার রান্না করা হয়নি।</p> <p style="text-align:justify">বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, সকল বিভাগ, অনুষদ বন্ধ রয়েছে। তবে দু-একটি দপ্তরে ফাইল চালাচালি হচ্ছে। </p> <p style="text-align:justify">এর আগে, মন্ত্রণালয়ের লিখিত অঙ্গিকার হাতে পাওয়ায় সোমবার সন্ধ্যায় সচিবালয়ের সামনে অনশন প্রত্যাহার করেন শিক্ষার্থীরা। তবে তখন তারা ঘোষণা করেন, বুধবারের মিটিংয়ের আগ পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সকল একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম শাটডাউন থাকবে। </p>