<p>পরিবেশ অবক্ষয় দেশব্যাপী বিপর্যয় ডেকে এনেছে মন্তব্য করে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, ‘পরিবেশ সংরক্ষণে জরুরি অবস্থা ঘোষণার সময় এসেছে।’</p> <p>তিনি সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে বলেন, ‘রাষ্ট্র ও প্রশাসনকে জনমানুষের কাতারে এসে দেশ রক্ষায় ঝাঁপিয়ে পড়তে হবে। আর তা না হলে এই মহাধ্বংস থামবে না।’</p> <p>সিলেটে ‘সিলেট অঞ্চলের পরিবেশ বিপর্যয় ও সামাজিক অভিঘাত’ শীর্ষক আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রবিবার বিকেলে সিলেট সিটি করপোরেশনের সভাকক্ষে এই আলোচনাসভার আয়োজন করে ধরিত্রী রক্ষার আমরা (ধরা)।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="ঢাকা থেকে গ্রামে বেড়াতে গিয়ে..." height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2025/01/13/1736781250-7819d64b662f3e8be6157c67fe5042a9.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>ঢাকা থেকে গ্রামে বেড়াতে গিয়ে...</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2025/01/13/1468333" target="_blank"> </a></div> </div> <p>ধরা সিলেটের আহবায়ক ড. মোস্তফা শাহজামান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন সিলেটের বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী। বিশেষ অতিথি ছিলেন ধরার সম্মানিত আহ্বায়ক রাশেদা কে. চৌধুরী, ধরার উপদেষ্টা ড. জিয়াউদ্দিন আহমেদ এবং সিলেট সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার। প্রধান আলোচক হিসেবে ছিলেন ধরা’র কেন্দ্রীয় সদস্য সচিব শরীফ জামিল। সভাটি সঞ্চালনা করেন (ধরা) সিলেটের সদস্যসচিব আব্দুল করিম কিম।</p> <p>প্রধান অতিথির বক্তব্যে সমাজকল্যাণ উপদেষ্টা শারমিন মুরশিদ বলেন, ‘পরিবেশ অবক্ষয় দেশব্যাপী এখন চরম বিপর্যয় ডেকে এনেছে। যেভাবে নদ-নদী, বনাঞ্চল ও জীববৈচিত্র্য ধ্বংস হচ্ছে এবং ক্ষতিগ্রস্ত মানুষের হার বৃদ্ধি পাচ্ছে, তাতে নির্ঘাত পরিবেশ সংরক্ষণে জরুরি অবস্থা ঘোষণার সময় এসেছে।’ </p> <p>তিনি তরুণদের আহ্বান জানিয়ে বলেন, ‘যে দেশের তরুণ সমাজ দীর্ঘ অন্যায়ের বিরুদ্ধে, যারা দেশকে ঐক্যবদ্ধ করেছে সেই তরুণদের পরিবেশ ও মানবাধিকার সুরক্ষায় ঐক্যবদ্ধ করে আরেকটি যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে হবে। রাষ্ট্র ও প্রশাসনকে জনমানুষের কাতারে এসে দেশ রক্ষায় ঝাঁপিয়ে পড়তে হবে। তা না হলে এই মহাধ্বংস থামবে না।’</p> <p>সম্মানিত অতিথির বক্তব্যে সিলেটের বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী বলেন, ‘পরিবেশ সবার বিষয় আর একটাই পৃথিবী। সবচেয়ে শক্তিশালী দেশও আজকে একটি দাবানল নিয়ন্ত্রণ করতে পারছে না। পরিবেশ সমুন্নত না রাখলে আমরা সবাই বিপর্যয়ের মুখে পড়ব।’</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="বৈষম্যবিরোধীদের সঙ্গে নাগরিক কমিটির দূরত্ব বাড়ছে!" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2025/01/13/1736780995-4577396f25600359feb15c466b699fc8.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>বৈষম্যবিরোধীদের সঙ্গে নাগরিক কমিটির দূরত্ব বাড়ছে!</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/Politics/2025/01/13/1468332" target="_blank"> </a></div> </div> <p>তিনি বলেন, ‘প্রথমে পরিবেশের অবক্ষয় করতে দিয়ে তারপর তা থেকে মুক্তির চেষ্টা করা মোটেও কাম্য নয়। পরিবেশ এত গুরুত্বপূর্ণ যে এর সংরক্ষণে সমন্বিত উদ্যোগ গ্রহণ জরুরি।</p> <p>বিশেষ অতিথির আলোচনায় ধরা’র আহ্বায়ক রাশেদা কে. চৌধুরী বলেন, ‘সিলেট অঞ্চলের পরিবেশ প্রতিবেশ রক্ষায় একদিকে প্রয়োজন সর্বস্তরের মানুষের সচেতনতা আর অপরদিকে যারা পরিবেশ ধ্বংস করে তাদেরকে চিহ্নিত করে যথাযথ শাস্তির ব্যবস্থা করা।’</p> <p>ধরা’র উপদেষ্টা ড. জিয়াউদ্দিন আহমেদ বলেন, ‘পরিবেশ দূষণ রোধে সবচেয়ে বেশি কাজ করতে পারেন প্রশাসন। শহরের যানজট দূর করার জন্য প্রশাসন নগর পরিকল্পনায় পরিবর্তন আনতে পারেন। পরিবেশ কর্মীদের সহায়তায় প্রশাসন এগিয়ে আসলেই এগুলো উন্নীত করা সম্ভব।’</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="আগের চেয়ে ভালো আছেন খালেদা জিয়া : ব্যক্তিগত চিকিৎসক" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2025/01/13/1736780543-18d80952f3df0336acd0deab6b3c34aa.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>আগের চেয়ে ভালো আছেন খালেদা জিয়া : ব্যক্তিগত চিকিৎসক</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/Politics/2025/01/13/1468331" target="_blank"> </a></div> </div> <p>ধরা’র কেন্দ্রিয় সদস্য সচিব শরীফ জামিল তার মূল বক্তব্যে হাওর, টিলা, পাহাড় ও বনাঞ্চল বেষ্টিত সিলেটের ভূ-প্রাকৃতিক অনন্য বৈশিষ্ট্য তুলে ধরে চলমান ব্যাপক পরিবেশ বিপর্যয়ের চিত্র এবং সাধারণ মানুষের জীবন ও জীবিকার উপর গভীর বিরূপ প্রভাবের বাস্তবতা তুলে ধরেন। তার বক্তব্যে অন্যান্য দাবির পাশাপাশি অবিলম্বে বেপরোয়া পাথর ও বালি উত্তোলন, নদী দূষণ, বনাঞ্চল ধ্বংস এবং আদিবাসী জনগোষ্ঠীর অধিকার লঙ্ঘন বন্ধের জোর দাবি জানান।</p>