<p style="text-align:justify">বগুড়ার আদমদীঘিতে নির্মীয়মাণ দ্বিতল বাড়ির বেলকনির সানসেটের সাটারিং খুলতে গিয়ে হামিদুর রহমান হামিদ (৪৩) নামের এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার (১৩ জানুয়ারি) দুপুরে উপজেলার নসরতপুর ইউনিয়নের পুসিন্দা গ্রামে এ ঘটনা ঘটে।</p> <p style="text-align:justify">হামিদুল নসরতপুর ইউনিয়নের থলপাড়া গ্রামের মৃত জাহিদুলের ছেলে।</p> <p style="text-align:justify">পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে উপজেলার পুশিন্দা গ্রামের শহিদুল ইসলাম নামের এক ব্যক্তির বাড়ির ছাদের নিচের সানসেটের সাটারিং খুলতে গিয়ে হামিদুর রহমান হামিদ পড়ে যান। এ সময় রড সিমেন্টের ঢালাইকৃত সানসেটটি তার শরীরের ওপর পড়ে। তখন স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে নওগাঁ সদর হাসপাতালে নেওয়ার পথে মারা যান তিনি।</p> <p style="text-align:justify">আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম মোস্তাফিজুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে এ ঘটনায় থানায় এখনো কেউ অভিযোগ করেনি।</p>