বগুড়ায় পল্লী উন্নয়ন একাডেমির উদ্যোগে দেশের প্রথম মধুর হাটের উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল সোমবার একাডেমির আইসিটি ভবনে বাংলাদেশে মধু উৎপাদন, প্রক্রিয়াকরণ ও বাজারজাতকরণের সমস্যা ও সম্ভাবনা শীর্ষক এক সেমিনারের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন পল্লী উন্নয়ন একাডেমি বগুড়ার মহাপরিচালক ড. এ কে এম অলি উল্যা।
সেমিনারে বাংলাদেশের সুপারক্রপ গবেষণা ইনস্টিটিউট, নিরাপদ খাদ্য অধিদপ্তর, ভোক্তা অধিকার সংরক্ষণ, বিএসটিআইয়ের প্রতিনিধি, উদ্যোক্তা, মৌ-চাষি ও সুধীজন অংশগ্রহণ করেন।