<p style="text-align:justify">শতাধিক পণ্য ও সেবায় নতুন ভ্যাট আরোপের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানিয়েছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি। পার্টির ভারপ্রাপ্ত সভাপতি মাহমুদুল হাসান মানিক ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নুর আহমদ বকুল এক বিবৃতিতে নতুন ভ্যাট আরোপের পাশাপাশি টিসিবির কর্মসূচী ট্রাকসেল বন্ধ ও ৪৩ লাখ নিম্নবিত্ত পরিবারের কার্ড বাতিলের খবরে বিস্ময় ও ক্ষোভ প্রকাশ করেছেন।</p> <p style="text-align:justify">আজ সোমবার গণমাধ্যমে পাঠানো ওই বিবৃতিতে বলা হয়েছে, যখন সাধারণ মানুষ খাদ্যমূল্যের ঊর্ধ্বগতি ও নিত্যপ্রয়োজনীয় পণ্য, বিশেষ করে খাদ্য দ্রব্য ক্রয়ে হিমশিম খাচ্ছে। সে সময়ে অনিয়মের অভিযোগ তুলে ট্রাকসেল বন্ধ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। অনিয়মকে নিয়মে আনা এবং ট্রাকসেল চালু রাখা সম্ভব ছিল, যা বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্ব। অবিলম্বে ট্রাকসেল চালু করে জনজীবনে স্বস্তি নিশ্চিত করতে হবে।</p> <p style="text-align:justify">বিবৃতিতে আরো বলা হয়, গত ডিসেম্বরে খাদ্য মূল্যস্ফ্রীতি ছিল ১২ দশমিক ৯২ শতাংশ। এরপর শতাধিক পণ্য ও সেবার ওপর অর্থ বছরের মাঝে নতুন ভ্যাট আরোপ দেশবাসীর জীবনকে আরো অসহনীয় করে তুলবে। তাই সাধারণ মানুষের খাদ্য ও নিত্যপণ্য ক্রয় এবং জীবন ধারণে স্বস্তির লক্ষ্যে ভ্যাট প্রত্যাহারের পাশাপাশি রেশনিং ও ন্যায্য মূল্যের দোকান চালু করতে হবে।</p>