<p>পিএসএলের সর্বোচ্চ দামি ক্যাটাগরিতে জায়গা পেয়েছেন মুস্তাফিজুর রহমান ও সাকিব আল হাসান। তবে আজ নিলামে কোনো দলই তাদের কিনতে আগ্রহ দেখায়নি।</p> <p>সাকিব-মুস্তাফিজ ড্রাফট থেকে কোনো দল না কিনলেও ঠিকই কিনেছে নাহিদ রানাকে। বাংলাদেশের পেস সেনসেশনকে দলে নিয়েছে পেশোয়ার জালমি। পিএসএলের ড্রাফটে গোল্ড ক্যাটাগরিতে ছিলেন ২২ বছর বয়সী পেসার। এতে করে প্রথমবারের মতো পাকিস্তানের টুর্নামেন্টে অভিষেক হতে যাচ্ছে বিপিএলে রংপুর রাইডার্সের হয়ে মাঠ মাতানো নাহিদের।</p> <p><iframe align="middle" frameborder="0" height="900" sandbox="allow-scripts allow-same-origin" scrolling="yes" src="https://twitframe.com/show?url= https://Twitter.com/PeshawarZalmi/status/1878763680655175884" width="850"></iframe></p> <p>নাহিদ ছাড়াও নিলামে উঠেছিল ডায়মন্ড ক্যাটাগরিতে থাকা বাংলাদেশের ক্রিকেটাররা। তবে সেই তালিকায় থাকা তাসকিন আহমেদ, রিশাদ হোসেন, তাওহিদ হৃদয় ও হাসান মাহমুদরা দল পাননি। দলগুলো চাইলে অবশ্য পরে বাংলাদেশের অবিক্রিত থাকা খেলোয়াড়দেরও দল পাওয়ার সুযোগ আছে।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="নাহিদ রানার পর পিএসএলে দল পেলেন লিটনও" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2025/01/13/1736770556-4a5628106fc6a644f440c8c61a240625.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>নাহিদ রানার পর পিএসএলে দল পেলেন লিটনও</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/sport/2025/01/13/1468283" target="_blank"> </a></div> </div> <p>এবারের পিএসএলে সবমিলিয়ে বাংলাদেশের ৩৯ জন ক্রিকেটারের নাম আছে। আর সারাবিশ্বের ৫১০ জন বিদেশি ক্রিকেটার ড্রাফটে নাম দিয়েছেন।</p>