<p>রংপুর রাইডার্সকে থামাতে পারবে তো খুলনা টাইগার্স! বিপিএলের একমাত্র অপরাজিত দলকে থামাতে হলে আজ খুলনাকে করতে হবে ১৮৭ রান। টুর্নামেন্টে এখন পর্যন্ত ছয় ম্যাচ খেলে প্রতিটিতে জয় পেয়েছে রংপুর। </p> <p>টস জিতে আজ প্রথমে ব্যাটিং করা রংপুরকে বড় সংগ্রহটা এনে দিয়েছেন দুই পাকিস্তানি ব্যাটার খুশদিল শাহ ও ইফতিখার আহমেদ। চতুর্থ উইকেটে ১১৩ রান যোগ করেন দুজনে। এবারের বিপিএলে আসি আসি করেও ফিফটির দেখা না পাওয়া খুশদিল আজ পেয়েছেন। খেলেছেন ৩৫ বলে ৭৩ রানের দুর্দান্ত ইনিংস। ইনিংসটি সাজিয়েছেন সমান ৪ চার ও ৬ ছক্কায়।</p> <p>অন্যদিকে অ্যাঙ্করের ভূমিকা পালন করা ইফতিখার যদি শেষটায় ব্যাটিং ছন্দ ধরে রাখতে পারতেন তিনিও পেতে পারতেন এবারের বিপিএলে প্রথম ফিফটি। তা করতে না পারায় পেসার হাসান মাহমুদের এলবিডব্লিউয়ের ফাঁদে ৪৩ রানে থামতে হয়েছে তাকে। ইনিংসে কোনো ছক্কা মারতে না পারা পাকিস্তান ব্যাটার হাঁকিয়েছেন ৫ চার। </p> <p>তার আগে ওপেনার তৌফিক খানের সঙ্গে তৃতীয় উইকেটে ৪০ রানের জুটি গড়েন ইফতিখার। ৩৬ রানে তৌফিক আউট হলে সেই জুটি ভেঙে যায়। তারপরেই দুই পাকিস্তানি ব্যাটারের সেই জুটি। এর আগে অবশ্য শুরুটা ভালো ছিল না রংপুরের। দলীয় ৩০ রানের সময় আউট হন দুই ব্যাটার স্টিভেন টেলর (১৩) ও সাইফ হাসান (৭)।</p>