<p>চ্যাম্পিয়নস ট্রফির দল থেকে বাদ পড়ার সংবাদ শোনার পরেই দারুণ এক জবাব দেন লিটন দাস। রংপুর রাইডার্সের হয়ে বিপিএলে খেলেন বিধ্বংসী এক সেঞ্চুরি। ৪৪ বলের দুর্দান্ত সেঞ্চুরিটি আবার বাংলাদেশের হয়ে দ্রুততম। শেষ পর্যন্ত ৫৫ বলে ১২৫ রানে অপরাজিত থাকেন তিনি।</p> <p><iframe align="middle" frameborder="0" height="900" sandbox="allow-scripts allow-same-origin" scrolling="yes" src="https://twitframe.com/show?url=https://twitter.com/KarachiKingsARY/status/1878769513136845144" width="850"></iframe></p> <p>টি-টোয়েন্টি ক্যারিয়ারের অভিষেক সেঞ্চুরির পরের দিন সুসংবাদ পেয়েছেন লিটন। আজ পিএসএলের ড্রাফটে দল পেয়েছেন তিনি। উইকেটরক্ষক-ব্যাটারকে দলে নিয়েছে করাচি কিংস। নিলামে ‘সিলভার’ ক্যাটাগরিতে ছিলেন ৩০ বছর বয়সী পেসার। সতীর্থ হিসেবে ডেভিড ওয়ার্নার ও শান মাসুদকে পাচ্ছেন লিটন।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="সাকিব-মুস্তাফিজ না পেলেও পিএসএলে দল পেয়েছেন নাহিদ রানা" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2025/01/13/1736766149-f2e6d56b67b7313d32c49e0e5ecad5a7.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>সাকিব-মুস্তাফিজ না পেলেও পিএসএলে দল পেয়েছেন নাহিদ রানা</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/sport/2025/01/13/1468260" target="_blank"> </a></div> </div> <p>লিটনের আগে পিএসএলে দল পেয়েছেন নাহিদ রানা। ‘গোল্ড’ ক্যাটাগরিতে থাকা বাংলাদেশের গতি তারকাকে দলে নিয়েছে পেশোয়ার জালমি। দুজনের পরে দল পেয়েছেন রিশাদ হোসেনও। বাংলাদেশি অলরাউন্ডারকে দলে নিয়েছে লাহোর কালান্দার্স। লিটনের মতো রিশাদও সিলভার ক্যাটাগরিতে ছিলেন।</p> <p>তবে লিটন-নাহিদ-রিশাদ দল পেলেও সাকিব আল হাসান, মুস্তাফিজুর রহমানদের কিনতে আগ্রহ দেখায়নি কোনো ফ্র্যাঞ্চাইজি। টুর্নামেন্টের সর্বোচ্চ ক্যাটাগরি ‘প্লাটিনামে’ থাকা এ দুজনের সঙ্গে নিলামে অবিক্রিত থেকেছেন তাসকিন আহমেদ, তাওহিদ হৃদয় ও হাসান মাহমুদরা।</p>