<p>হিউম্যান মেটানিউমোভাইরাস (এইচএমপিভি) নিয়ে বাংলাদেশিদের আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছেন প্রধান উপদেষ্টার স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান। তিনি বলেন, ‘এইচএমপিভি বাংলাদেশে প্রায় ২০ বছর ধরেই রয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থাসহ আন্তর্জাতিক স্বাস্থ্যবিষয়ক কোনো সংস্থাই এই ভাইরাস নিয়ে এখনো বাড়তি সতর্কতার মতো কোনো নির্দেশনা দেয়নি।’</p> <p>সোমবার (১৩ জানুয়ারি) দুপুরে দেশে এইচএমপিভি সংক্রমণের সর্বশেষ পরিস্থিতি ও করণীয় নিয়ে ব্রিফিংয়ে সাংবাদিকদের তিনি এসব কথা জানান।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="ভারত সীমান্তে ড্রোন মোতায়েন করে বাংলাদেশ কি তুর্কি ট্যাংক কিনছে? যা জানা গেল" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2025/01/13/1736766097-c0a55acfa846e2ef711487262a2b88d9.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>ভারত সীমান্তে ড্রোন মোতায়েন করে বাংলাদেশ কি তুর্কি ট্যাংক কিনছে? যা জানা গেল</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/national/2025/01/13/1468259" target="_blank"> </a></div> </div> <p>অধ্যাপক ডা. সায়েদুর রহমান বলেন, ‘এইচএমপি ভাইরাস বাংলাদেশে প্রায় ২০ বছর ধরেই রয়েছে। এ ভাইরাস সাধারণ একটি ফ্লুর মতোই। এটি কোনো ভয়ানক ভাইরাস নয়। এতে করোনা সংক্রমণের মতো পুরোপুরি স্বাস্থ্যবিধি মেনে চলার এখনই প্রয়োজন নেই।’</p> <p>তিনি বলেন, ‘এই ভাইরাসে সংক্রমণ হলে বাড়তি ঝুঁকিতে পড়বে না। কারণ এটা চীনে প্রথম সংক্রমিত হলেও সেখানেও বাড়তি কোনো সতর্কতা জারি করা হয়নি। অতএব বাংলাদেশিরা আতঙ্কিত হওয়ার বা খুব বেশি সতর্কতার প্রয়োজন নেই।’</p> <p>সায়েদুর রহমান বলেন, ‘এইচএমপিভি মোকাবেলায় অন্তর্বর্তীকালীন সরকারের পূর্ণ প্রস্তুতি আছে। এ ক্ষেত্রে আলাদা চিকিৎসা গাইডলাইন করবে সরকার। তবে এখন যেসব গাইডলাইন আছে, তার সাথে নতুন গাইডলাইনের বেশি পার্থক্য থাকবে না।’</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="ব্রিজের কাজ শেষ না ক‌রেই পা‌লি‌য়ে‌ছেন নিষিদ্ধ ছাত্রলীগ নেতা" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2025/01/13/1736765561-9efcbf6c8c0e4c84cbe6803adf2499a1.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>ব্রিজের কাজ শেষ না ক‌রেই পা‌লি‌য়ে‌ছেন নিষিদ্ধ ছাত্রলীগ নেতা</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2025/01/13/1468254" target="_blank"> </a></div> </div> <p>এইচএমপি ভাইরাসের সংক্রমণ প্রসঙ্গে তিনি বলেন, ‘যারা অন্যান্য জটিল রোগে আক্রান্ত, তাদের জন্য এই ভাইরাসের সংক্রমণে একটু জটিলতা দেখা দিতে পারে। এই ভাইরাসে আক্রান্ত হলে জ্বর, সর্দি, গায়ে ব্যথা হতে পারে। তবে কভিডের মতো এই ভাইরাস ভয়ঙ্কর নয়। শুধু শ্বাসযন্ত্রে সংক্রমণের ক্ষেত্রে এর সাথে মিল আছে। সতর্কতা হিসেবে শিশু ও বয়স্কদের জন্য মাস্ক পরা প্রয়োজন।’</p>