<p>বাংলাদেশে এইচএমপিভি রোগী শনাক্তে হিলি ইমিগ্রেশনে মেডিক্যাল টিম বসানো হয়েছে। এর মাধ্যমে ভারত-বাংলাদেশ পারাপারে পাসপোর্টধারী যাত্রীদের প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা শুরু হয়েছে। </p> <p>সোমবার (১৩ জানুয়ারি) সকাল ১১টায় হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহযোগিতায় এ মেডিক্যাল টিম বসানো হয়। </p> <p>এদিকে স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে পরীক্ষা-নিরীক্ষা কার্যক্রম শুরু হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন এই পথ দিয়ে চলাচলকারী পাসপোর্ট যাত্রীরা।</p> <p>পাসপোর্ট যাত্রী মানিক চন্দ্র শাহা বলেন, আজ ভারত থেকে বাংলাদেশে এলাম। বাংলাদেশে আসার সময় ভারতে এইচএমপিভি ভাইরাসের কারণে ভারত ইমিগ্রেশনে মেডিক্যাল টিম দিয়ে পরীক্ষা-নিরীক্ষা করিয়েছে। তারা যাত্রীদের মাস্ক ব্যবহারের কথা বলছেন। ভারতে ইমিগ্রেশন শেষ করে বাংলাদেশের হিলি ইমিগ্রেশনে প্রবেশ করলে এখানেও মেডিক্যাল টিম আমাদের ভাইরাসবিষয়ক পরামর্শ দেন এবং মাস্ক ব্যবহারের কথা বলেন।</p> <p>হিলি ইমিগ্রেশন চেকপোস্ট কর্মকর্তা আরিফুল ইসলাম জানান, ভাইরাস প্রতিরোধে পাসপোর্ট যাত্রীদের মাস্ক ব্যবহার ও হ্যান্ড স্যানিটাইজ করার পরামর্শ দেওয়া হচ্ছে। কারো সর্দি-জ্বর, কাশি, গলা ব্যথার লক্ষণ দেখা দিলে তাকে প্রাথমিক চিকিৎসাসহ পরামর্শ দেওয়া হচ্ছে। আর যদি বেশি অসুস্থ হয় তাহলে তাকে ভর্তি করে চিকিৎসার ব্যবস্থা রাখা হয়েছে।</p> <p>উল্লেখ্য, ভারত, বাংলাদেশসহ বিশ্বে নতুন করে এইচএমপি ভাইরাস ছড়িয়ে পড়ায় হিলি চেকপোস্টে এই সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।</p>