<p style="text-align:justify">রাজধানী ঢাকার বায়ুর মান মাঝেমধ্যে অস্বাস্থ্যকর থেকে ঝুঁকিপূর্ণ অবস্থায় পৌঁছে যাচ্ছে। এ পরিস্থিতিতে নগরীর বাসিন্দাদের ঘরের বাইরে গেলে মাস্ক পরার পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।</p> <p style="text-align:justify">সোমবার (১৩ জানুয়ারি) আবহাওয়া অধিদপ্তরের ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়।</p> <p style="text-align:justify">এতে বলা হয়, ঢাকা ও এর আশপাশের জেলা শহরে বায়ুর গুণগতমান মাঝেমধ্যেই অস্বাস্থ্যকর অবস্থা থেকে ঝুঁকিপূর্ণ অবস্থায় পৌঁছে যাচ্ছে। এ পরিস্থিতিতে নগরীর বাসিন্দাদের ঘরের বাইরে গেলে মাস্ক পরিধান করা এবং সংবেদনশীল ব্যক্তিদের জরুরি প্রয়োজন ব্যতীত ঘরের বাইরে অবস্থান না করার জন্য পরামর্শ দেওয়া হয়েছে।</p> <p style="text-align:justify">এর আগে, গত ১০ ডিসেম্বর ঢাকার দূষিত বায়ু থেকে বাঁচতে বাইরে বের হলে সবাইকে মাস্ক পরার পরামর্শ দিয়ে বিজ্ঞপ্তি দিয়েছিল পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়।</p>