<p style="text-align:justify">চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের জামিন ঘিরে সংঘর্ষ, ভাঙচুরের মামলায় চিন্ময় কৃষ্ণ দাসের আইনজীবী শুভাশিষ শর্মাসহ ৬৩ আইনজীবীর জামিন মঞ্জুর করেছেন আদালত।</p> <p style="text-align:justify">সোমবার (১৩ জানুয়ারি) চট্টগ্রামের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সরকার হাসান শাহরিয়ারের আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন আইনজীবীরা। শুনানির পর তাদের জামিন আবেদন মঞ্জুর করেন আদালত।</p> <p style="text-align:justify">এদিকে, জামিনের আদেশের পর আইনজীবীদের একাংশ নিহত সাইফুল ইসলাম আলিফের বিচারের দাবিতে আদালত প্রাঙ্গণ এলাকায় বিক্ষোভ করেন।</p> <p style="text-align:justify">চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন) মফিজ উদ্দিন বলেন, আইনজীবীদের শুনানিতে কেন্দ্র করে আদালত পাড়ায় নিরাপত্তা জোরদার করা হয়েছিল। সেখানে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটেনি।</p>