<p>ময়মনসিংহের নান্দাইলে একদিনের ব্যবধানে দুটি বাড়িতে ডাকাতি হয়েছে। সোমবার (১৩ জানুয়ারি) উভয় বাড়ি পরিদর্শন করেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।</p> <p>শনিবার গভীর রাতে মোয়াজ্জেমপুর ইউনিয়নের চামটা বাজারের কাছে ব্যবসায়ী মোশারফ হোসেন কামালের বাড়িতে ও রবিবার রাতে চরবেতাগৈর ইউনিয়নের চরশ্রীরামপুর গ্রামের মিয়াজ উদ্দিনের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে।</p> <p>উভয় বাড়ির পরিবারের সদস্যদের হাত-পা বেঁধে জিম্মি করে স্বর্ণালংকার, নগদ টাকা ও মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায় ডাকাতদল। মামলা করলে রক্ত দিয়ে গোসল করবে বলে হুমকি দিয়ে যায় তারা। </p> <p>পুলিশ ও ভুক্তভোগী পরিবার জানায়, সোমবার রাত ২টার দিকে মিয়াজের বাড়িতে ভিন্ন কৌশল অবলম্বন করে ১০-১২ জনের একটি মুখোশধারী ডাকাত দল প্রবেশ করে। ডাকাত দলের সদস্যরা ঘরে প্রবেশ করে প্রথমে বাড়ির মালিকের ছেলে মৃদুল মিয়াকে (৩২) হাত-পা বেঁধে উপুড় করে বিছানায় ফেলে রাখে। এ সময় বেশ কয়েকজন ডাকাত তার পাশে বসে থাকে। বাকিরা ঘরের অন্য কক্ষে প্রবেশ করে। স্টিলের আলমারি ও ওয়ারড্রব ভেঙে নগদ আড়াই লাখ টাকা ও সাড়ে তিন ভরি স্বর্ণালংকার, মূল্যবান জিনিস ছাড়াও বেশ কয়েকটি কম্বল ও মোবাইল নিয়ে যায় তারা।</p> <p>কামাল জানান, শনিবার গভীর রাতে হঠাৎ দরজার বিকট শব্দ শুনে ঘুম থেকে জেগে উঠেন তিনি। ওই সময় দেখতে পান ১৫-২০ জনের মুখোশধারী ডাকাত দল। অস্ত্রসহ ভিতরে প্রবেশ করে সবাইকে জিম্মি করে ফেলে ডাকাতরা। ঘরের বিভিন্ন কক্ষে প্রবেশ করে সব কিছু লন্ডভন্ড করে ফেলে তারা। এ সময় আলমারি ও ওয়ারড্রবে থাকা নগদ প্রায় ৯ লাখ টাকা, সাড়ে চার ভরি স্বর্ণ ও ২২ ভরি রূপার অলংকার এবং অন্যান্য জিনিসপত্র লুটে নেয় তারা। </p> <p>কামালের বাবা হাসেন আলী জানান, ঘটনার সময় সাবিকুন্নাহার (পুত্রবধূ) মোবাইলে ফোন করলে তিনি বাড়ির কাছে আসতেই তাকে মুখ চেপে ধরে বাড়ির ভিতরে নিয়ে একটি কক্ষে আটকে রাখে ডাকাতরা। এর মধ্যে সব লুট করে বাইরে থাকা একটি ট্রাকে করে নিয়ে চলে যায় তারা। </p> <p>জানা যায়, দুইটি ডাকাতির ঘটনায় সড়কের পাশেই ট্রাক রেখে ডাকাতি করে ডাকাত দল। এ ঘটনার পর থেকে উভয় এলাকার লোকজন ব্যাপক আতঙ্কে রয়েছে।</p> <p>নান্দাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ আহম্মেদ জানান, খবর পেয়ে রাতেই উভয় বাড়িতে পুলিশ পাঠানো হয়। সোমবার সকালে ময়মনসিংহ অতিরিক্ত পুলিশ সুপার গৌরীপুর সার্কেল দেবাশীষ কর্মকার ঘটনাস্থল পরিদর্শন করেন। উভয় ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। </p> <p>তিনি বলেন, 'উভয় ডাকাতির ঘটনায় একটি টিম গঠন করেছি। ইতোমধ্যে ডাকাতদের গ্রেপ্তার ও লুণ্ঠিত মাল উদ্ধারে অভিযান পরিচালনা শুরু হয়েছে।' </p>