<p>ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের তেঘরিয়া স্ট্যান্ড থেকে ইস্টার্ন বাজার ও জাজিরা বাজার পর্যন্ত এলাকাগুলোতে প্রতিনিয়তই ঘটছে চুরি-ডাকাতির ঘটনা।</p> <p>গত এক মাসে এলাকায় প্রায় ১০ থেকে ২০টি চুরির ঘটনা ঘটেছে বলে এলাকাবাসীর অভিযোগ। তাঁরা অভিযোগ করেছেন, থানার পুলিশকে এর আগেও অনেকবার বলা হয়েছে, কিন্তু রাতে পুলিশ টহল না থাকায় বারবার চুরি-ডাকাতির ঘটনা ঘটছে। এসব ঘটনায় কেউ কেউ থানার পুলিশকে অবহিত করলেও অনেকেই জানান না।</p> <p>গত ২ জানুয়ারি দিবাগত রাতে বনগ্রাম বায়তুল্লাহ জামে মসজিদের পেছনে কালের কণ্ঠের সাংবাদিক মো. হারুন-অর-রশীদের নির্মীয়মাণ ভবন থেকে তার, রড, ইটসহ প্রায় ৫০ হাজার টাকার নির্মাণসামগ্রী চুরি করে নিয়ে যায় চোরচক্র। এ ঘটনায় তিনি দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি অভিযোগ করেছেন। এর দুই দিন পর তাঁর প্রতিবেশী আবদুল গনি মিয়ার বাড়িতেও চুরির ঘটনা ঘটে। কয়েক দিন আগে তেঘরিয়া স্কুলের সামনে মবিল ব্যবসায়ী শাকিল মিয়ার দোকানে রাতের আঁধারে ট্রাক লাগিয়ে সব মালপত্র নিয়ে যায় ডাকাতরা।</p> <p>এসব বিষয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি মোহাম্মদ মাজহারুল ইসলাম বলেন, ‘শীত এলে চোরের উপদ্রব একটু বেড়ে যায়। এ জন্য বাজার কমিটির পক্ষ থেকে সিকিউরিটি জোরদার করার অনুরোধ করেছি। পাশাপাশি গ্রাম পুলিশকে রাতে টহল জোরদার করতে হবে।’</p> <p> </p> <p> </p>