<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গাজীপুরের কালিয়াকৈরে ককটেল ফাটিয়ে বিকাশ ব্যবসায়ী ফারুক হোসেনের কাছ থেকে ছয় লাখ টাকা ছিনতাই করে নিয়ে গেছে ছিনতাইকারীরা। গত মঙ্গলবার রাতে উপজেলার সফিপুর বাজারে এ ঘটনা ঘটে। এ সময় ওই বিকাশ ব্যবসায়ীকে বাঁচাতে গিয়ে পাশের মুদি দোকানদার শিমুল হোসেন আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে দোকান বন্ধ করে বাসায় যাওয়ার জন্য বের হন ফারুক হোসেন। এ সময় একদল ছিনতাইকারী পর পর কয়েকটি ককটেল ফাটিয়ে তাঁর কাছে থাকা টাকার ব্যাগ নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় পাশের মুদি দোকানি শিমুল হোসেন এগিয়ে এলে ছিনতাইকারীরা তাঁকে উদ্দেশ্য করে ককটেল ছোড়ে, এতে তিনি মারাত্মক আহত হন। পরে ছিনতাইকারীরা ব্যবসায়ীর ছয় লাখ টাকা নিয়ে প্রাইভেট কারযোগে পালিয়ে যায়।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">কালিয়াকৈর থানার ওসি রিয়াদ মাহমুদ বলেন, ছিনতাইয়ের ঘটনায় জড়িতদেরে খুঁজে বের করে গ্রেপ্তারের চেষ্টা করা হচ্ছে।</span></span></span></span></span></p> <p style="text-align:left"> </p>