<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গাজীপুরের রাজেন্দ্রপুরে ডিবি পুলিশ পরিচয়ে মাইক্রোবাস থামিয়ে প্রাণ-আরএফএল কারখানার ৫৫ লাখ টাকা ছিনতাই হয়েছে। এ ঘটনায় কারখানার কর্মকর্তা মো. হেলাল উদ্দিন আহত হয়েছেন। গতকাল দুপুর সোয়া ২টার দিকে গাজীপুর মহানগরীর সদর থানার সীমান্তবর্তী এলাকায় ওই ঘটনা ঘটে।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সদর উপজেলার বিকেবাড়িতে অবস্থিত প্রাণ-আরএফএল গ্রুপের ডিপো থেকে ৫৫ লাখ ৪০ হাজার টাকা নিয়ে মাইক্রোবাসে করে প্রধান কার্যালয়ে যাচ্ছিলেন হেলাল উদ্দিন। রাজেন্দ্রপুর এলাকায় ডিবি পুলিশের পোশাক পরা দুই ব্যক্তি মাইক্রোবাস থামানোর সিগন্যাল দেয়। এ সময় তাদের সঙ্গে সাদা পোশাকে আরো আট থেকে ১০ জন ছিল। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">চালক গাড়ি থামালে ডিবি পুলিশ পরিচয়ধারী ব্যক্তিরা গাড়িতে জাল টাকা রয়েছে এবং চালক হেলাল উদ্দিনের নামে একাধিক মামলা রয়েছে জানিয়ে মারধর শুরু করে। পরে মাইক্রোবাসে তুলে চোখমুখ বেঁধে ফেলে। বিকেলে তাঁদের নগরীর বাসন থানার কড্ডা ব্রিজের কাছে ফেলে রেখে ছিনতাইকারীরা টাকার বস্তা নিয়ে অন্য একটি গাড়িতে করে চলে যায়। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গাজীপুর সদর থানার ওসি মোহাম্মদ আরিফুর রহমান জানান, ভুক্তভোগীদের নিয়ে ঘটনাস্থলে পুলিশ তদন্ত শুরু করেছে। বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করে দেখা হচ্ছে।  </span></span></span></span></span></p>