<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">শিক্ষার্থীদের</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> দুই পক্ষের সংঘর্ষের জেরে কলেজ কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী গতকাল সোমবার ময়মনসিংহের সরকারি আনন্দ মোহন কলেজের শিক্ষার্থীরা হল ছেড়ে দিয়েছেন। গতকাল সোমবার দিনভর উত্তেজনা থাকলেও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। ক্যাম্পাসে পর্যাপ্ত পুলিশি পাহারা রয়েছে।  গত রবিবার রাতে অনির্দিষ্টকালের জন্য হল বন্ধ ঘোষণা করে পরদিন সকাল ৮টার মধ্যে ছাত্রদের হল ছাড়ার নির্দেশ দেয় কলেজ কর্তৃপক্ষ। তিন দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয় কলেজের শ্রেণি কার্যক্রম। কিন্তু গতকাল দুপুর ২টা পর্যন্ত বেশির ভাগ শিক্ষার্থী হলেই অবস্থান করছিলেন। অবস্থানরত শিক্ষার্থীরা বিকেলে কলেজের শিক্ষকদের সঙ্গে কথা বলেন। হলের নিরাপত্তা ও বিরাজমান নানান সমস্যার সুষুম সমাধানের আশ্বাস পেয়ে তাঁরা বিকেল ৪টার মধ্যে হল ত্যাগ করতে রাজি হন। হল ছেড়ে গেলেও শিক্ষার্থীরা দ্রুত হল খুলে দেওয়ার দাবি জানিয়ে গেছেন। কলেজ অধ্যক্ষ প্রফেসর ড. এম আমান উল্লাহ ছাত্রদের হল ত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">উল্লেখ্য, রবিবার হলের সিট নবায়ন ইস্যু ও হলকেন্দ্রিক বিভিন্ন দাবিতে হলের স্টিয়ারিং কমিটির সঙ্গে বৈঠকে বসাকে কেন্দ্র করে দ্বন্দ্বে জড়িয়ে পড়ে হলে থাকা শিক্ষার্থী ও হলের বাইরের শিক্ষার্থীদের দুটি পক্ষ। মূলত শিক্ষকদের সঙ্গে কোন পক্ষ আগে-পরে কথা বলল, এ নিয়ে বাগিবতণ্ডা রূপ নেয় সংঘর্ষে।</span></span></span></span></span></p>