<p style="text-align:justify">সড়ক দুর্ঘটনায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. পুরনজিত মহালদার মারা গেছেন।</p> <p style="text-align:justify">সোমবার (১৩ জানুয়ারি) দিবাগত রাত ২টা ৩৫ মিনিটের দিকে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন তার মৃত্যু হয়।</p> <p style="text-align:justify">বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক আখতার হোসেন মজুমদার বিষয়টি নিশ্চিত করেছেন। জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সড়ক দুর্ঘটনায় আহত হয়ে রামেক হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় ওই শিক্ষকের মৃত্যু হয়।</p> <p style="text-align:justify">জানা গেছে, সোমবার দুপুরে রাজশাহীর বারো রাস্তার মোড় এলাকায় মোটরসাইকেল থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হন ড. পুরনজিত মহালদার। পরে তাকে সেখান থেকে উদ্ধার করে রামেক হাসপাতালে ভর্তি করানো হয়।</p> <p style="text-align:justify">বাংলা বিভাগের এই অধ্যাপকের প্রয়াণে শোক প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সালেহ্ হাসান নকীব। উপ-উপাচার্য অধ্যাপক মোহাম্মদ মাঈন উদ্দীন ও অধ্যাপক মোহা. ফরিদ উদ্দীন খান গভীর শোক প্রকাশ করেছেন।</p> <p style="text-align:justify">তারা রাবির শিক্ষা ও গবেষণা কর্মকাণ্ডে প্রয়াতের অবদান শ্রদ্ধার সাথে স্মরণ করে তার বিদেহী আত্মার শান্তি কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। তারা বলেন, ‘মৃত্যু অমোঘ ও অবশ্যম্ভাবী হলেও এই প্রতিভাবান তরুণ শিক্ষকের মৃত্যু অপূরণীয় শূন্যতার সৃষ্টি করল।’</p>