<p>দেশের আলেম-ওলামাদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করীম। তিনি বলেন, ‘আলেম-ওলামাদের নিজেদের মধ্যে কোনো ধরনের বিরোধ সৃষ্টি করা যাবে না। আলেম-ওলামারা যদি ঐক্যবদ্ধ থাকেন তাহলে এদেশে ইসলামী শাসন প্রতিষ্ঠা করা<br /> সম্ভব।’</p> <p>মঙ্গলবার (১৪ জানুয়ারি) সকাল ১১টায় খুলনার খালিশপুর জামিয়া রশিদিয়া খোয়ালখালীর বাইতুল করিম মসজিদে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ খুলনা মহানগর ও জেলা কমিটির পরিচিতি ও মতবিনিময়সভায় তিনি এসব কথা বলেন।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="বিএমডিএ’র প্রকল্পে অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2025/01/14/1736855171-e06d061a77a7bde916b8a91163029d41.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>বিএমডিএর প্রকল্পে অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2025/01/14/1468615" target="_blank"> </a></div> </div> <p>মতবিনিময়সভা পরিষদের খুলনা জেলা সভাপতি মাওলানা শেখ আব্দুল্লাহর সভাপতিত্বে এবং নগর সাধারণ সম্পাদক মুফতি আব্দুল্লাহ ইয়াহইয়া ও জেলা সাধারণ সম্পাদক মাওলানা শায়খুল ইসলাম বিন হাসানের পরিচালনায় অনুষ্ঠিত হয়।</p> <p>মুফতী রেজাউল করিম বলেন, ‘সারা দুনিয়ার শাসনব্যবস্থায় সার্বিকভাবে পরিবর্তন আসছে। তার পরিপেক্ষিতে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতিও পরিবর্তন হয়েছে। আলিয়া হোক বা কওমি হোক সব মাদরাসার আলেমরা একসাথে থাকলে আমাদের শক্তি বৃদ্ধি পাবে। যদি আমরা ঐক্যবদ্ধ না থাকি তাহলে আমাদের শক্তি কমে যাবে। আমরা কাজ করতে পারব না। অন্যেরা আমাদের থেকে এগিয়ে যাবে।’</p> <p>ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের প্রসঙ্গ তুলে তিনি বলেন, ‘মানুষ কখনোই মাস্টারমাইন্ড হতে পারে না। মাস্টারমাইন্ড একমাত্র আল্লাহ তায়ালা। ৫ আগস্ট সে ঘটনা হয়েছে। ফেরাউনের মতো নির্যাতনকারী, অত্যাচারী হাসিনার পতন হয়েছে। আল্লাহ ছাত্র-জনতাকে দিয়ে সেটা করিয়েছেন। বাংলাদেশের আলেম সমাজ যেটা করবে, যেটা চাইবে সেটাই হবে ইনশাআল্লাহ। সকলকে আলেম-ওলামার সাথে এক হয়ে কাজ করতে হবে। আলেমদের মতামতকে গুরুত্ব দিতে হবে।’</p> <p>অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘মাদরাসা শিক্ষাকে অথবা মাদরাসা শিক্ষাব্যবস্থাকে রাজনীতিমুক্ত রাখতে হবে। মাদরাসা শিক্ষার সাথে উগ্রবাদ-জঙ্গিবাদের কোনো সম্পর্ক নেই।’</p> <p>মতবিনিময়সভায় বিশেষ অতিথি ছিলেন, ওলামা-মাশায়েখ আইম্মা পরিষদের কেন্দ্রীয় সভাপতি আল্লামা নুরুল হুদা ফয়েজী, জাতীয় ওলামা-মাশায়েখ আইম্মা পরিষদ খুলনা মহানগর সভাপতি মুফতি গোলামুর রহমান ও ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সহসভাপতি শেখ মো. নাসির উদ্দিন।</p>