<p style="text-align:justify">খুলনার কয়রায় সাবেক সংসদ সদস্য (এমপি) আক্তারুজ্জামান বাবুসহ ইউনিয়ন পরিষদের (ইউপি) দুই চেয়ারম‌্যান ও তিন পু‌লিশ কর্মকর্তার না‌মে আদালতে মামলা হয়েছে।</p> <p style="text-align:justify">মিথ‌্যা মামলায় হয়রা‌নি, ভয়ভী‌তি দে‌খি‌য়ে চাঁদাবাজি ও লুটপা‌টের অ‌ভি‌যো‌গে মঙ্গলবার (১৪ জানুয়া‌রি) সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ১০৮ জন‌কে আসা‌মি ক‌রে মামলা‌ দায়ের ক‌রেন মো. নূরুল ইসলাম‌।</p> <p style="text-align:justify">বাদী নূরুল পেশায় শিক্ষক ও বাংলা‌দেশ জামায়াত ইসলামীর কর্মী। কয়রা উপ‌জেলার স‌রিষামুট গ্রা‌মের বা‌সিন্দা তিনি।</p> <p style="text-align:justify">বাদীর আইনজী‌বী আবু বকর সি‌দ্দিক ব‌লেন, ‘মামলাটি আদালত আমলে নি‌য়ে সিআইডিকে তদন্ত প্রতি‌বেদন জমা দি‌তে ব‌লে‌ছে।’</p> <p style="text-align:justify">মামলার অন্য আসা‌মিরা হ‌লেন উপ‌জেলার কয়রা সদর ইউনিয়নের চেয়ারম‌্যান ও কয়রা উপজেলা আওয়ামী লীগের সাংগঠ‌নিক সম্পাদক বাহারুল ইসলাম, বাগালী ইউনিয়ন পরিষদের চেয়ারম‌্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপ‌তি আব্দুস সামাদ গাজি, একই ইউনিয়নের সা‌বেক চেয়ারম‌্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপ‌তি আব্দুস সাত্তার পাড়, পুলিশের উপ-প‌রিদর্শক (এসআই) মো. সালাউদ্দিন, এএসআই আশরাফুজ্জামান ও না‌সির উদ্দিন। এ ছাড়া আরো আট পু‌লিশ সদস্যসহ মামলার আসামির তালিকায় রয়েছেন একাধিক আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠ‌নের নেতাকর্মী, আইনজী‌বী এবং জনপ্রতি‌নি‌ধি।</p> <p style="text-align:justify">মামলা সূত্রে জানা যায়, আসামিরা বি‌ভিন্ন সম‌য়ে বাদীর নিকট চাঁদা দাবি করত এবং হুম‌কি দিত। মামলায় জ‌ড়িত থাকা পু‌লিশ সদস‌্যরা নাশকতার মামলাসহ বিভিন্ন মামলায় জড়ানোসহ ক্রসফায়ারের হুমকি দি‌য়ে চাঁদা নিয়েছে।</p> <p style="text-align:justify">মামলার বাদী মো. নূরুল ইসলাম‌ ব‌লেন, ‘বিগত স্বৈরাচারী আওয়ামী সরকা‌রের আমলে আমা‌দের‌কে নানাভা‌বে হয়রা‌নি করা হ‌য়ে‌ছে। আওয়ামী লীগ নেতাকর্মী‌দের নি‌র্দে‌শে পু‌লিশ মিথ্যা মামলা দি‌য়ে হয়রা‌নি ক‌রে‌ছে। বি‌ভিন্ন সম‌য়ে হুম‌কি-ধম‌কি দি‌য়ে চাঁদা আদায়সহ ঘরবা‌ড়ি লুটপাট ক‌রে‌ছে।‌ দোষী‌দের উপযুক্ত শা‌স্তির দাবিতে ন‌্যায় বিচারের আশায় আদালতের শরণাপন্ন হ‌য়ে‌ছি। আশা কর‌ছি, ন্যায়বিচার পা‌বে।’</p>