<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">একটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে কাজ দেওয়ার জন্য পিপিএ (পাবলিক প্রকিউরমেন্ট অ্যাক্ট-২০০৬), পিপিআর (পাবলিক প্রকিউরমেন্ট রুল-২০০৮) ও পিজি-৩ আইন লঙ্ঘন করে ২০ দফা শর্ত জুড়ে টেন্ডার দেওয়া হয়েছে। খুলনার ফুলতলা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের প্রধান কর্তার এমন শর্তের কারণে বিক্রি হয়েছে মাত্র চারটি দরপত্র। ঠিকাদাররা বলছেন, যদি শর্তগুলো পিপিএ ও পিপিআর অনুযায়ী থাকত তাহলে অনেকেই দরপত্র কিনে অংশ নিতে পারতেন টেন্ডারে। এতে সরকারও রাজস্ব পেত অনেক। কিন্তু শুধু একটি প্রতিষ্ঠানকে কাজ দেওয়ার লক্ষ্যে এমনটি করা হয়েছে বলেও রয়েছে অভিযোগ। আর ওই ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট স্বাস্থ্য কর্মকর্তার অলিখিত চুক্তি হয়েছে বলেও জনশ্রুতি রয়েছে। এর ফলে ৪৫ লাখ টাকার ওই টেন্ডারের মাধ্যমে শুধু স্বাস্থ্য কর্মকর্তারই অবৈধ আয় হবে প্রায় ১০ লাখ টাকা, এমন অভিযোগ করেন অনেকে। যদিও সংশ্লিষ্ট স্বাস্থ্য কর্মকর্তা ও ঠিকাদার বলছেন, সম্পূর্ণ আইন ও বিধি মেনেই টেন্ডার আহবান ও শর্তারোপ করা হয়েছে।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">তবে ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ওষুধ, সার্জিক্যালসামগ্রী, রি-এজেন্টসহ ছয়টি গ্রুপের কাজে নানা অনিয়মের অভিযোগ এনে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব, বিভাগীয় স্বাস্থ্য পরিচালক এবং সংশ্লিষ্ট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বরাবর লিখিত আবেদন দিয়ে ওই তিনটি আইন, রুল ও বিধির ১০টি শর্ত ভঙ্গের অভিযোগ আনা হয়েছে। কিন্তু ঠিকাদারদের ওই অভিযোগ উপেক্ষা করেই সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানকে কার্যাদেশ দেওয়ার পাঁয়তারা চলছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">প্রাপ্ত অভিযোগের ভিত্তিতে তথ্যানুসন্ধানে জানা যায়, ঢাকা সিটি করপোরেশন থেকে গ্রহণ করা ই-ট্রেড লাইসেন্স অনুযায়ী </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আরিয়া ট্রেডার্স</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> একটি আউটসোর্সিং জনবল সরবরাহ প্রতিষ্ঠান, প্রথম শ্রেণির ঠিকাদার/কনস্ট্রাকশন ফার্ম সব ধরনের আমদানিকারক ও সরবরাহকারী প্রতিষ্ঠান। একই নামে একটি ড্রাগ লাইসেন্স থাকলেও সেটির ইস্যুর তারিখ ২০২১ সালের ১৪ ডিসেম্বর। কিন্তু মেহেরপুরের গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২০১৯-২০ অর্থবছরে ওষুধ, সার্জিক্যাল যন্ত্রপাতি, গজ, ব্যান্ডেজ, তুলা, লিনেন, কেমিক্যাল রি-এজেন্ট এবং আসবাব সরবরাহ করা হয় বলে অভিজ্ঞতার সনদে উল্লেখ রয়েছে।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সম্প্রতি খুলনার ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওষুধ ও এমএসআরসামগ্রী সরবরাহের টেন্ডারে অংশ নিতে আরিয়া ট্রেডার্স এসব কাগজপত্র সংযুক্ত করায় অন্য ঠিকাদারদের মধ্যে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">জামালপুরের এম/এস সরকার এন্টারপ্রাইজ নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিক আসলাম হোসেন স্বাক্ষরিত লিখিত অভিযোগে বলা হয়, ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গত বছরের নভেম্বর মাসে টেন্ডার আহবান করা হয়। পিপিএ-২০০৬ ও পিপিআর-২০০৮-এর নিয়মবহির্ভূত কিছু শর্ত আরোপ করা হয় বলেও অভিযোগে উল্লেখ আছে। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">লিখিত অভিযোগগুলো সংশ্লিষ্ট দপ্তরে রেজিস্ট্রি ডাকযোগে পাঠানো হলেও এমন কোনো অভিযোগ পাননি বলে উল্লেখ করেছেন বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মনজুরুল মুরশিদ। ফুলতলা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জেসমিন আরা বলেন, অভিযোগ পাওয়ার পর তার জবাবও পাঠানো হয়েছে। কিন্তু অভিযোগকারী আসলাম হোসেন বলেন, তিনি জবাব পাননি। অনিয়মের মাধ্যমে ভুয়া কাগজপত্র দাখিলকারী একটি প্রতিষ্ঠানকে প্রায় ৪৫ লাখ টাকার ওষুধ সরবরাহের কার্যাদেশ দেওয়ার চক্রান্ত করা হচ্ছে।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">নাম প্রকাশে অনিচ্ছুক একজন ঠিকাদার জানান, ৪৫ লাখ টাকার মালপত্র সরবরাহের কাজটি উল্লিখিত ঠিকাদারি প্রতিষ্ঠানকে দেওয়ার জন্য একটি উল্লেখযোগ্য হারে কমিশন দেওয়ার জন্য অলিখিত চুক্তি হয়েছে।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ফুলতলা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জেসমিন আরা বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ঠিকাদারের কাছ থেকে কোনো অর্থ নেওয়া এবং ই-টেন্ডারে কোনো অনিয়ম করারও সুযোগ নেই।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ঢাকার মহাখালীর আরিয়া ট্রেডার্সের মালিক রবিউল হাসান বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">যাঁদের টেন্ডারে অংশ নেওয়ার যোগ্যতা নেই, তাঁরাই শুধু অনিয়মের অভিযোগ আনেন।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></p>