<p>ভারতীয় কর্মীদের জন্য ভিসা প্রক্রিয়ার নিয়ম কঠোর করেছে সৌদি সরকার। সৌদি আরবে কর্ম ভিসার জন্য আবেদন করতে ইচ্ছুক ভারতীয়দের এখন থেকে তাদের পেশাদার এবং শিক্ষাগত যোগ্যতা যাচাই-বাছাই করা হবে। মঙ্গলবার (১৪ জানুয়ারি) থেকে এ নিয়ম কার্যকর হবে বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে ভারতে সৌদি মিশন। </p> <p>সৌদিতে অবস্থিত ভারতীয় মিশনের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি খবরে বলা হয়, কাজের ভিসার ক্ষেত্রে পেশা যাচাইয়ের বিষয়টি অত্যাবশ্যকীয় করা হয়েছে। অর্থাৎ ভিসা পাওয়ার আগে তাদের পেশাগত দক্ষতার প্রমাণ দিতে হবে।</p> <p>প্রতিবেদনে বলা হয়েছে, ভারতীয় কর্মীদের জন্য কর্ম ভিসার নিয়ম কঠোর করছে সৌদি আরব। এ নিয়ম ছয় মাস আগে বাধ্যতামূলক করার প্রস্তাব করা হয়েছিল। এখন এটি কার্যকর হচ্ছে। দেশে যোগ্য প্রশিক্ষণ কেন্দ্রের সীমিত সংখ্যা বিবেচনা করে ভারতীয় কর্মীর সংখ্যা নিয়ন্ত্রণ এবং মান বজায় রাখার কৌশল হিসেবে এ নিয়ম করা হয়েছে।</p> <p>পেশাদার কর্মীদের যাচাইকরণ এবং কর্ম ভিসা প্রদানের জন্য বাধ্যতামূলক করার প্রয়োজনীয়তা এখন পুরোপুরি কার্যকর হয়ে উঠবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করেছে সৌদি মিশন।</p> <p>দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেসের বরাত দিয়ে প্রতিবেদনে আরও বলা হয়েছে, সৌদি আরবের শ্রমবাজারে সহজে প্রবেশাধিকার এবং কর্মী ধরে রাখার হার উন্নত করার লক্ষ্যে এটি করা হয়েছে। এটি সৌদিতে কর্মীদের নিয়োগ প্রক্রিয়াকে সহজ করবে এবং তাদের মান উন্নত করবে বলে আশা করা হচ্ছে।</p> <p>নতুন এ নিয়মের অধীনে, প্রতিষ্ঠান মালিক ও মানবসম্পদ বিভাগগুলোকে প্রবাসী কর্মীদের প্রয়োজনীয় কাগজপত্র এবং তথ্য যাচাই করতে হবে। এছাড়া, সৌদি প্রবাসীদের জন্য প্রস্থান এবং পুনঃপ্রবেশ ভিসা সম্প্রসারণ ও আবাসিক অনুমতিপত্র নবায়ন সংক্রান্ত নিয়মগুলোও আপডেট করেছে।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="প্রথমবার সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বিরুদ্ধে মামলা" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2025/01/15/1736916253-e06d061a77a7bde916b8a91163029d41.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>প্রথমবার সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বিরুদ্ধে মামলা</p> </div> </div> </div> </div> </div> <p>ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, সৌদিতে সর্বোচ্চ প্রবাসী কর্মী আছে বাংলাদেশের। দ্বিতীয় অবস্থানেই ভারত। সবমিলিয়ে সৌদিতে বর্তমানে অবস্থান করছেন প্রায় ২৭ লাখ বাংলাদেশি। অপরদিকে ভারতীয় আছেন ২৪ লাখ। </p>