<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ঝিনাইদহ জেলা সদর হাসপাতালে টেন্ডারে অনিয়মের অভিযোগ এনে এক ঠিকাদার আদালতে মামলা করেছেন। মামলায় সিভিল সার্জন ও হাসপাতালের তত্ত্বাবধায়ককে আসামি করা হয়েছে। আদালত বিষয়টি আমলে নিয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন। গতকাল মঙ্গলবার দুপুরে সিনিয়র সহকারী জজ আদালতে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স বিসমিল্লাহ এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মিনা মোহাম্মদ নবী বাদী হয়ে এ মামলা করেন। টেন্ডারে হাসপাতাল কর্তৃপক্ষ অংশ নেওয়ার জন্য বিভিন্ন শর্ত জুড়ে দেয়। শর্ত অনুযায়ী সাধারণ ঠিকাদাররা অংশ নিতে অযোগ্য হয়ে পড়েন। এ নিয়ে এমএস এন্টারপ্রাইজের মালিক মৌসুমী আক্তার মিথিলা বাদী হয়ে সিভিল সার্জন ও তত্ত্বাবধায়ককে লিগ্যাল নোটিশ পাঠান। লিগ্যাল নোটিশে কাজ না হওয়ায় গতকাল মামলা করা হয়। মামলার বিষয়ে জানতে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোস্তাফিজুর রহমানের ব্যবহৃত মোবাইল ফোনে একাধিকবার কল করলেও তিনি রিসিভ করেননি। তবে ঝিনাইদহের ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. মিথিলা আক্তার বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">হাসপাতালের টেন্ডারসংক্রান্ত বিষয়ে আমার কোনো দায়দায়িত্ব নেই। তাই এ নিয়ে আমি কোনো মন্তব্য করতে পারব না।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></span></p>