<p>ফরিদপুরের বোয়ালমারীতে মেয়ের বাড়ি থেকে ফেরার পথে ট্রাকের চাপায় চম্পা বেগম (৫২) নামে এক গৃহবধূর মৃত্যুর ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৪ জানুয়ারি) দিবাগত রাত ৯টার দিকে মাঝকান্দি-বোয়ালমারী-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কের বোয়ালমারী বনমালীপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।</p> <p>নিহত চম্পা বেগম উপজেলার রুপাপাত ইউনিয়নের সুতালীয়া গ্রামের মুন্নু কাজীর স্ত্রী। তিনি ৫ ছেলে ও এক মেয়ের জননী। </p> <p>পুলিশ ও এলাকা সূত্রে জানা যায়, বোয়ালমারী উপজেলার সুতালিয়া গ্রামের মুন্নু কাজীর স্ত্রী চম্পা বেগম বনমালীপুর গ্রামের কওসার সরদারের (মেয়ের শ্বশুরবাড়ি) বাড়ি থেকে নিজবাড়ি ফিরছিলেন। পথে মাঝকান্দি-বোয়ালমারী-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কের চরবনমালীপুর এলাকায় একটি ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এ সময় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="ভারতীয়দের জন্য ভিসা প্রক্রিয়া কঠোর করল সৌদি আরব" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2025/01/15/1736918389-e06d061a77a7bde916b8a91163029d41.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>ভারতীয়দের জন্য ভিসা প্রক্রিয়া কঠোর করল সৌদি আরব</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/world/2025/01/15/1468871" target="_blank"> </a></div> </div> <p>সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য মো. মিরাজ মৃধা বলেন, ‘মারা নারী আত্মীয় বাড়ি থেকে ফিরছিলেন। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে জানতে পারি ট্রাকের চাপায় চম্পা বেগম মারা গেছে। আজ বুধবার সকালে মরদেহ দাফন সম্পন্ন হয়েছে বলে জানতে পেরেছি।’</p> <p>বোয়ালমারী থানার ওসি গোলাম রসুল বলেন, ‘খবর পেয়ে মরদেহ উদ্ধার করার পর পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ রাতেই হস্তান্তর করা হয়েছে। তবে ঘাতক ট্রাকটি আটক করা সম্ভব হয়নি।’ </p>