<p>স্ত্রীকে পিটিয়ে অমানুষিক নির্যাতনের পর মুখে বালিশচাপা দিয়ে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। এ ঘটনায় ঘাতক স্বামীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে জনতা।</p> <p>আজ মঙ্গলবার (১৪ জানুয়ারি) সকাল ১১টার দিকে সাতক্ষীরা সদরের ঝাউডাঙা ইউনিয়নের মাধবকাটি গ্রামের বলফিল্ডের পাশ থেকে পুলিশ নিহত গৃহবধূর লাশ উদ্ধার করেছে।</p> <p>নিহতের গৃহবধূ খাদিজা খাতুন (২২) সাতক্ষীরা সদর উপজেলার নারায়নজোল গ্রামের মৃত ছিদ্দিক মালীর মেয়ে ও একই উপজেলার মাধবকাটি গ্রামের ধান ও চাল ব্যবসায়ী আমিরুল ইসলামের স্ত্রী। গ্রেপ্তারকৃত আমিরুল ইসলাম (৪০) সাতক্ষীরা সদর উপজেলার মাধবকাটি গ্রামের এলাহী বক্সের ছেলে।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="জাতীয় স্মৃতিসৌধে এবি পার্টির নবনির্বাচিত নেতাদের শ্রদ্ধা" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2025/01/14/1736850767-1a94e931d74cbbc95c5e29082d276887.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>জাতীয় স্মৃতিসৌধে এবি পার্টির নবনির্বাচিত নেতাদের শ্রদ্ধা</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/Politics/2025/01/14/1468593" target="_blank"> </a></div> </div> <p>সাতক্ষীরা সদর উপজেলার নারায়নজোল গ্রামের আরিফুল ইসলাম জানান, তিনি ও খাদিজা তার বাবা ছিদ্দিক মালীর দ্বিতীয় স্ত্রী আঞ্জুয়ারা বেগমের সন্তান। খাদিজার ছয় বছর আগে কলারোয়া উপজেলার বোয়ালিয়ায় বিয়ে হয়। সেখানে তাদের ফরহাদ হোসেন নামের এক সন্তান জন্মগ্রহণ করে। এক বছর আগে খাদিজার তালাক হয়ে যায়। এর পর থেকে তিনি সন্তানকে নিয়ে তাদের (বাবার) বাড়িতে থাকতেন। সাত মাস আগে তার ফুফু গোলের ছেলে ধান ও চাল ব্যবসায়ী বলাডাঙা গ্রামের আমিরুল ইসলাম স্ত্রীকে তালাক দিয়ে মাধবকাটি বলফিল্ডের পাশে বাড়ি তৈরি করে বসবাস শুরু করেন। এক পর্যায়ে দুই পরিবারের মধ্যে কথা বলেই আমিরুলের সঙ্গে খাদিজার বিয়ে হয়। বিয়ের পর খাদিজার ছেলে ফরহাদ তার মায়ের কাছেই থাকত। আমিরুলের প্রথম পক্ষের মেয়ের বিয়ে হয়ে গেছে।</p> <p>তিনি আরো জানান, তার বোন খাদিজার মস্তিষ্কের সমস্যা ছিল। এ নিয়ে খাদিজার সঙ্গে আমিরুলের মাঝে মাঝে বিরোধ হতো। আজ মঙ্গলবার সকাল ৯টার দিকে একটি মোবাইল থেকে মা আঞ্জুয়ারাকে বোন খাদিজার মৃত্যুর খবর দেন এক ব্যক্তি। খবর পেয়ে তিনিসহ স্বজনরা এসে খাদিজাকে ঘরের মধ্যে খাটের তলায় রক্তাক্ত অবস্থায় তার নিথর দেহ দেখতে পান। খাদিজাকে নির্যাতনের পর বালিশচাপা দিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে মর্মে জনতার হাতে আটককৃত আমিরুলের কাছ থেকে জানতে পারেন।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="গবেষণা-উদ্ভাবনে ইকোসিস্টেম গড়ে তোলার আহ্বান ইউজিসি চেয়ারম্যানের" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2025/01/14/1736850747-b0ca6bc6479a3e662d91fe2f69be7f16.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>গবেষণা-উদ্ভাবনে ইকোসিস্টেম গড়ে তোলার আহ্বান ইউজিসি চেয়ারম্যানের</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/campus-online/2025/01/14/1468592" target="_blank"> </a></div> </div> <p>গ্রেপ্তারকৃত আমিরুলের ভাই রফিকুল ইসলাম জানান, তার ভাই আমিরুল ভাবি খাদিজাকে পিটিয়ে নির্যাতনের পর শ্বাসরোধ করে হত্যা করেছ মর্মে তিনি শুনেছেন। তার ভাই অপরাধ করলে শাস্তি চান তিনি।</p> <p>সাতক্ষীরা সদর হাসপাতালের চিকিৎসক ডা. রাশেদুজ্জামান জানান, রাশিদার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের কারণে রক্তাক্ত জখমের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।</p> <p>সাতক্ষীরা সদর থানার ওসি শামিনুল হক জানান, আজ মঙ্গলবার ভোরের দিকে খাদিজার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। প্রাথমিকভাবে নির্যাতনের পর শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে মনে হলেও ময়নাতদন্ত প্রতিবেদন না পাওয়া পর্যন্ত মৃত্যুর সঠিক কারণ বলা যাবে না। এ ঘটনায় পুলিশ নিহত খাদিজার স্বামী আমিরুলকে গ্রেপ্তার করেছ। নিহতের মা আঞ্জুয়ারা বেগম বাদি হয়ে আমিরুলের নাম উল্লেখ করে আজ মঙ্গলবার বিকেলে থানায় একটি হত্যা মামলা করেছেন বলেও জানান তিনি।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="চুরির গরু দিয়ে ভূরিভোজ : মহিলা দল নেত্রীকে অব্যাহতি" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2025/01/14/1736850089-d6d55a82f7452d28747769bddd786a39.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>চুরির গরু দিয়ে ভূরিভোজ : মহিলা দল নেত্রীকে অব্যাহতি</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2025/01/14/1468587" target="_blank"> </a></div> </div> <p>তিনি আরো জানান, সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে খাদিজার লাশের ময়নাতদন্ত শেষে আজ মঙ্গলবার বিকেলে তার স্বজনদের হাতে তুলে দেওয়া হয়েছে।</p>