<p style="text-align:justify">কয়েক মিনিট নয়, টানা ৩০ মিনিট মাটির নিচে চাপা পড়া অবস্থায় অলৌকিকভাবে প্রাণে বাঁচলেন রুবেল নামের এক নির্মাণ শ্রমিক।</p> <p style="text-align:justify">মঙ্গলবার (১৪ জানুয়ারি সকালে ফরিদপুরের আলফাডাঙ্গা পৌর এলাকার শ্রীরামপুর গ্রামে এ ঘটনা ঘটে। </p> <p style="text-align:justify">স্থানীয় ও ফায়ার সার্ভিস কর্মীদের ৩০ মিনিটের চেষ্টায় তাকে মাটির নিচ থেকে উদ্ধার করা হয়। ঘটনাটি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।</p> <p style="text-align:justify">প্রত্যক্ষদর্শীরা জানায়, আলফাডাঙ্গা পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের শ্রীরামপুর গ্রামের মাফুজার শেখের ছেলে রুবেল শেখ মঙ্গলবার সকালের দিকে বাড়ির পাশের মোশাররফ হোসেনের চারতলা ভবন নির্মাণের জন্য কাজ করছিলেন। ভবনের বেইজের ১১ ফুট গভীরে হাউস খনন করতে গেলে এক পর্যায়ে ওপর থেকে মাটি ভেঙে চাপা পড়েন তিনি। পাশে কাজ করা শ্রমিকরা রুবেলকে উদ্ধারের জন্য কোদাল দিয়ে মাটি খুঁড়তে গিয়ে হাতের আঙুল দেখতে পান। পরে দীর্ঘ ৩০ মিনিট মাটি খুঁড়ে তাকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করেন।</p> <p style="text-align:justify">উদ্ধারকারীরা দ্রুত রুবেলকে আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করে। বর্তমানে রুবেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে জানা গেছে। </p> <p style="text-align:justify">ভবন মালিক মোশারফ হোসেন বলেন, ‘আমার ভাই মাহফুজার তার ছেলে রুবেলকে নিয়ে বিল্ডিংয়ের হাউস খননের কাজ করছিলেন। কাজের শেষ পর্যায়ে আজ সকালে এই দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসে খবর দিলে তারাও ঘটনাস্থলে এসেছিল। রুবেল এখন সুস্থ আছেন।’ </p> <p style="text-align:justify">আলফাডাঙ্গা ফায়ার সার্ভিসের ফায়ারম্যান মো. নাজমুল হাসান রনি বলেন, ‘খবর পেয়ে লিডার কোহিনুর ইসলামের নেতৃত্বে স্থানীয়দের সহযোগিতায় নির্মাণ শ্রমিক রুবেলকে জীবিত উদ্ধার করতে পেরেছি। হাসপাতালে নিয়ে তাকে ভর্তি করা হয়েছে। তিনি এখন সুস্থ আছেন।’ </p> <p style="text-align:justify">আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. আবিদ হাসান বলেন, ‘সকালে ফায়ার সার্ভিসের লোকজন রুবেল নামে একজন লোক নিয়ে এলে আমরা চিকিৎসা দিয়েছি। তার হাতের আঙুল কেটে গেছে, চিকিৎসা চলমান রয়েছে। তিনি এখন শঙ্কামুক্ত।’</p>