<p style="text-align:justify">কুমিল্লার আলোচিত ও দুর্ধর্ষ কিশোর গ্যাং ‘রতন গ্রুপের’ অন্যতম সদস্য মাইনুদ্দিনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১৪ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি টিম নগরীর ঝাউতলা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে।  </p> <p style="text-align:justify">এসময় তার কাছে থাকা টাকা ও একটি ধারালো চাকু জব্দ করা হয়। আটক মাইনুদ্দিন কুমিল্লার মুরাদনগর উপজেলার কালাডুম্বুর এলাকার মৃত আইয়ুব আলীর ছেলে।</p> <p style="text-align:justify">বিষয়টি নিশ্চিত করেছেন জেলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা সাজ্জাদ করিম খান।</p> <p style="text-align:justify">তিনি জানান, এলাকায় প্রভাব বিস্তার ও ত্রাস সৃষ্টির চেষ্টাকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ধারালো অস্ত্রসহ মাইনুদ্দিনকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে কুমিল্লা কোতয়ালী মডেল থানায় মামলা রয়েছে। এছাড়াও নানা অপকর্মের কারণে সাম্প্রতিক মাইনুদ্দিন ও তার গ্যাং গ্রুপের বিরুদ্ধে অসংখ্য অভিযোগ উঠেছে।</p>