<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ঘুষ লেনদেনের অভিযোগে ঠাকুরগাঁও আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী হিসাবরক্ষক ফারুক হোসেনকে হাতেনাতে আটক করেছে (দুর্নীতি দমন কমিশন) দুদক। গতকাল মঙ্গলবার দুপুরে পাসপোর্ট আঞ্চলিক কার্যালয়ের সামনে থেকে তাঁকে আটক করা হয়।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ঠাকুরগাঁও আঞ্চলিক পাসপোর্ট কার্যালয় সূত্রে জানা যায়, জর্দানপ্রবাসী মিরানা মাহাজাবিন সরকার পাসপোর্ট নবায়নের জন্য পাসপোর্ট কার্যালয়ে কিছুদিন আগে আবেদন জমা করেন। পরে আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী হিসাবরক্ষক ফারুক হোসেন আবেদনের বিভিন্ন ভুল সংশোধন করিয়ে দেওয়ার কথা বলে ওই নারীর কাছে ৫০ হাজার টাকা ঘুষ দাবি করেন। প্রথমে ওই নারী ঘুষ না দিতে চাইলে বিভিন্ন হয়রানির কথা বলে ভয় দেখান ফারুক হোসেন। পরে বাধ্য হয়ে ঘুষের টাকা দিতে সম্মতি জানান ওই নারী এবং সেই সঙ্গে সেসব ঘটনা দুদক কর্মকর্তাদের জানিয়ে রাখেন। সেই ঘুষের টাকা লেনদেনের সময় পাসপোর্ট কার্যালয়ের বাইরে ফারুক হোসেনকে হাতেনাতে আটক করে দুদক।</span></span></span></span></span></p> <p style="text-align:left"> </p>