<p>বোর্ডার-গাভাস্কার ট্রফিতে অস্ট্রেলিয়ার কাছে ৩-১ ব্যবধানে ধরাশায়ী হয়েছে ভারত। প্রতিপক্ষের মাঠে দল সিরিজ হারলেও ব্যক্তিগত পারফরম্যান্সে উজ্জ্বল ছিলেন জাসপ্রীত বুমরাহ। সেই উজ্জ্বল পারফরম্যান্সের স্বীকৃতি সিরিজেই পেয়েছিলেন তিনি।</p> <p>সিরিজসেরা হয়েছিলেন বুমরাহ। পুরো ডিসেম্বর মাস রাঙানোয় এবার আরেক স্বীকৃতি পেলেন ভারতীয় পেসার। আইসিসির ডিসেম্বর মাসের মাসসেরা হয়েছেন টেস্ট র‌্যাংকিংয়ের শীর্ষ বোলার। পেছনে ফেলেছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক ও পেসার প্যাট কামিন্স ও দক্ষিণ আফ্রিকার পেসার ডেন প্যাটারসনকে। দ্বিতীয়বারের মতো এই পুরস্কার জিতলেন তিনি। এর আগে ২০১৪ সালের জুনে প্রথমবার মাসসেরা হয়েছিলেন তিনি।</p> <p>বুমরাহ এতটাই দুর্দান্ত পারফরম্যান্স করেছেন যে, তার মাসসেরা হওয়ার ঘোষণাই শুধু বাকি ছিল। ডিসেম্বর মাসে ৩ টেস্টে ১৪.২২ গড়ে ২২ উইকেট নিয়েছেন ভারতীয় পেসার। আর ৫ টেস্টের সিরিজে নিয়েছেন ৩২ উইকেট। যা ভারতীয় পেসারদের মধ্যে এক সিরিজে নেওয়া সর্বোচ্চ। মাসের মতো পুরো বছরটাই সোনায় মোড়ানো ছিল বুমরাহর। বছর জুড়ে ১৩ টেস্টে ১৪.৯২ গড়ে নিয়েছেন ৭১ উইকেট।</p> <p>অন্যদিকে মেয়েদের মাসসেরা হয়েছেন অ্যানাবেল সাদারল্যান্ড। অস্ট্রেলিয়ার ব্যাটার পেছনে ফেলেছেন ভারতের স্মৃতি মান্ধানা ও দক্ষিণ আফ্রিকার ননকুলুলেকো এমলাবা। পুরো মাসে ৫ ওয়ানডেতে দুই সেঞ্চুরিতে ২৬৯ রান ও ৯ উইকেট নেওয়ার স্বীকৃতিই পেয়েছেন ২২ বছর বয়সী ব্যাটার।</p>