<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সাভারের আশুলিয়ায় পাওনা পরিশোধ ও শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে গতকাল সোমবার সকালে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন একটি তৈরি পোশাক কারখানার কয়েক শ শ্রমিক। ফলে আব্দুল্লাহপুর-বাইপাইল সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বিকেল ৩টার দিকে পুলিশ জলকামান ও লাঠিচার্জ করে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দিলে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করে। শিল্প পুলিশ জানায়, সম্প্রতি আশুলিয়ায় শারমিন গ্রুপের অভ্যন্তরে বিশৃঙ্খলার দায়ে মালিকপক্ষ বাংলাদেশ শ্রম আইনের ২৩ ধারায় বেশ কিছু শ্রমিককে প্রথমে কারণ দর্শানোর নোটিশ দেয়। পরে তদন্তে অপরাধের প্রমাণ পাওয়ায় প্রায় সাড়ে চার শ শ্রমিককে চাকরিচ্যুত করে। এর প্রতিবাদে চাকরিচ্যুত শ্রমিকরা বকেয়া পাওনা ও চাকরিতে পুনর্বহালসহ বিভিন্ন দাবিতে সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। এতে সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। নানাভাবে বুঝিয়েও তাঁদের সড়ক থেকে সরাতে না পেরে জলকামান ব্যবহার করে ছত্রভঙ্গ করে দেওয়ায় পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে। বিক্ষুব্ধ শ্রমিকরা জানান, কারখানা মালিকের একবেলা ভালো খাবারের আয়োজনকে কেন্দ্র করে শ্রমিক ও স্টাফদের মাঝে সংঘর্ষ হয়। এর ফলে উভয়পক্ষের বেশ কয়েকজন আহত হয়। পরে কারখানা কর্তৃপক্ষ চার শতাধিক শ্রমিক ছাঁটাই করলে তাঁরা রাস্তায় নেমে বিক্ষোভ করেন। এ সময় পুলিশের লাঠিচার্জ ও আন্দোলনকারীদের ছোড়া ইটধপাটকেলে পুলিশ ও আন্দোলনকারীসহ বেশ কয়েকজন আহত হয়। আশুলিয়া শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মোহাম্মদ মমিনুল ইসলাম বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">প্রথমে আমরা শ্রমিকদের অনুরোধ করি, আপনাদের বিষয়ে বিজিএমইতে আলোচনা চলছে। রাস্তা থেকে সরে যান। তবে তাঁরা শোনেননি। পরে বিকেল ৩টার দিকে জলকামান দিয়ে পানি নিক্ষেপ করে তাঁদের সরিয়ে দিয়েছি।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></span></p>