<p>সাভারের আশুলিয়ায় চাঁদার দাবিতে প্রকাশ্যে সৈনিক ইসলাম নামে এক চা বিক্রেতাকে গুলির অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার বিকেলে আশুলিয়ার গোরাট ফুলবাগান এলাকায় এ ঘটনা ঘটে। </p> <p>গুলিবিদ্ধ সৈনিক ইসলাম শাহীন নীলফামারী জেলার ডিমলা থানার লাউতলা গ্রামের মৃত আব্দুল লতিফের ছেলে। তিনি গোরাট এলাকায় তার মাকে নিয়ে ভাড়া বাসায় থাকেন এবং ডেবনিয়ার গার্মেন্টসের সামনের ফুটপাতে চা বিক্রি করেন।</p> <p>অন্যদিকে অভিযুক্ত আশিক, কানা সজিব ও পারভেজ গোরাট এলাকার বাসিন্দা এবং তৈয়বের গ্রামের বাড়ি বাগেরহাট জেলায়। </p> <p>গুলিবিদ্ধ সৈনিক ইসলাম শাহীন অভিযোগ করে বলেন, ‘আমি ডেবনিয়ার গার্মেন্টসের সামনের ফুটপাতে আমার মাকে নিয়ে চা বিক্রি করি। বেশ কিছুদিন ধরে আমার কাছে আশিক, কানা সজিব, তৈয়ব ও পারভেজ চাঁদা দাবি করে আসছিল। রাজি না হওয়ায় বৃহস্পতিবার বিকেলে সিগারেট আনার জন্য ফুলবাগান এলাকায় গেলে তারা আমাকে ধাওয়া দেয়। এ সময় আমি পালাতে চেষ্টা করলে তৈয়ব পরপর ৩টি গুলি করে। ২টি গুলি শরীরে না লাগলেও তৃতীয় গুলিটি আমার বাম পায়ে লাগে। পরে আমি রক্তাক্ত অবস্থায় একটি ভবনের ৩ তলায় রুমের মধ্যে ঢুকে পড়ি এবং ভিতর থেকে দরজা আটকে দিই। তারা সেখানে গিয়ে দরজা ভাঙার চেষ্টা করে। পরে আমি জীবন বাঁচাতে ওই ভবনের ৩ তলা থেকে লাফ দিয়ে একটি বাড়িতে আশ্রয় নিই। সেখান থেকে লোকজন ধরাধরি করে আমাকে হাসপাতালে নিয়ে যান। আমি এই ঘটনার ন্যায় বিচার চাই।’</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="আশুলিয়ায় লাশ পোড়ানোর অভিযোগে ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/24/1735021558-a706fbb490b148628a0673531bc5d58a.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>আশুলিয়ায় লাশ পোড়ানোর অভিযোগে ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/Court/2024/12/24/1460783" target="_blank"> </a></div> </div> <p>গুলিবিদ্ধ শাহীনের মা নাজমা বেগম বলেন, ‘স্থানীয় আওয়ামী লীগ কর্মী আকাশ, আসিক, সজীব, পারভেজ ও তৈয়বসহ ৮/১০জন সন্ত্রাসী পোশাক কারখানার সামনের প্রত্যেক দোকান থেকে প্রতিদিন ৫০ টাকা করে চাঁদা আদায় করেন। চাঁদা না দিলে দোকানীদের বেদম মারধর করেন। বৃহস্পতিবার বিকেলে আকাশ, আশিক, তৈয়ব ও পারভেজ প্রত্যেক দোকান থেকে চাঁদা আদায় করছিলেন। সৈনিক ইসলাম চাঁদা দিতে অস্বীকার করলে সন্ত্রাসীরা ক্ষিপ্ত হয়। পরে সে ফুলবাগান এলাকায় সিগারেটের জন্য গেলে তাকে ধাওয়া দেন তারা। সৈনিক পালাতে চেষ্টা করলে তৈয়ব নামের এক সন্ত্রাসী তাকে পিছন থেকে তাকে গুলি করেন। সৈনিক ইসলামের বাম পায়ে একটি গুলি লাগে। গুলিবিদ্ধ অবস্থায় সে পাশের একটি বাড়িতে আশ্রয় নেয়। পরে স্থানীয়রা থানায় সংবাদ দিলে আশুলিয়া থানা পুলিশ তাকে উদ্ধার করে নারী ও শিশু হাসপাতালে ভর্তি করেন।</p> <p>এ বিষয়ে নারী ও শিশু হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক বলেন, গুলিবিদ্ধ সৈনিক ইসলামকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। গুলি বের করার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="আশুলিয়া থানার ওসি আবু বকরকে প্রত্যাহার" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2025/01/05/1736074527-083a773f9ce48271f3c37bbfedbb01ad.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>আশুলিয়া থানার ওসি আবু বকরকে প্রত্যাহার</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2025/01/05/1465238" target="_blank"> </a></div> </div> <p>আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিক বলেন, গুলিবিদ্ধ চা দোকানি সৈনিক ইসলামকে আশুলিয়ার নারী ও শিশু হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় সন্ত্রাসীদের গ্রেপ্তার ও অস্ত্র উদ্ধারের জন্য পুলিশি অভিযান চলছে।</p>