<p style="text-align:justify">আংশিক নয় পুরো সত্য-এই প্রতিপাদ্যকে সামনে রেখে দেশের অন্যতম জনপ্রিয় দৈনিক কালের কণ্ঠের ১৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন করা হয়েছে।</p> <p style="text-align:justify">শুক্রবার (১০ জানুয়ারি) বিকেলে রংপুরের পীরগঞ্জ প্রেস ক্লাবের হলরুমে পীরগঞ্জ প্রেস ক্লাবের আহ্বায়ক শাহ্ মো. সাদা মিয়ার সভাপতিত্বে আলোকিত বাংলাদেশ পত্রিকার সাংবাদিক বখতিয়ার রহমানের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য দেন-কালের কণ্ঠ পত্রিকার পীরগঞ্জ উপজেলা প্রতিনিধি হাবিবুর রহমান। </p> <p style="text-align:justify">এ সময় প্রধান অতিথি হিসেবে শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা বেগম, উপজেলা বিএনপির আহ্বায়ক মাহমুদুন নবী চৌধুরী পলাশ, প্রেস ক্লাবের যুগ্ম আহ্বায়ক মোস্তফা মিয়া, উপজেলা বিএনপির সদস্যসচিব জাকির হোসেন, যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান সেলিম, শাহিনুজ্জামান শাহীন, পৌর বিএনপির আহ্বায়ক সাইফুল আযাদ মন্ডল, সদস্যসচিব ইয়াতিমুল হাসান লিটন, যুবদলের আহ্বায়ক আনিছুর রহমান আনিছ প্রমুখ।</p> <p style="text-align:justify">বক্তারা জনপ্রিয় দৈনিক কালের কণ্ঠের ১৫ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে পত্রিকার সফলতা কামনা করেন এবং সাংবাদিকদের সঠিক তথ্যর ভিত্তিতে সংবাদ পরিবেশনের জন্য আহ্বান জানান। </p> <p style="text-align:justify">কেক কাটার মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়। <br />  </p>