<p style="text-align:justify">টঙ্গী পূর্ব থানা পুলিশ সাঁড়াশি অভিযান চালিয়ে টঙ্গীর বিভিন্ন এলাকা থেকে সংঘবদ্ধ ১৮ ছিনতাইকারীকে আটক করেছে। তাদের বয়স কিশোর ও তরুণদের মতো।</p> <p style="text-align:justify">শুক্রবার (১০ জানুয়ারি) টঙ্গী পূর্ব থানা পুলিশ ২৪ ঘণ্টা সাঁড়াশি অভিযান করে তাদের আটক করে।</p> <p style="text-align:justify">আটকরা হলেন আনোয়ার হোসেন (২৮), সাগর (২৩), রাজা হোসেন বিশাল (২০), মো. দূরন্ত (২২), মানিক (২৯), আজহারুল (১৯), তুহিন(১৯), সজিব (২৩), শুভ (২২), সাগর (২২), আবু বকর সিদ্দিক ( ২৩), হাসান (১৮), মো. শুভ (২৮), এমদাদ (১৪), শুভ হাসান (১৭), সিয়াম (১৫), শরিফুল (২৩) ও নাছির (১৭)। এরা দেশের বিভিন্ন জেলার বাসিন্দা হয়ে টঙ্গীর নানা স্থানে ভাড়ায় বসবাস করতেন।</p> <p style="text-align:justify">পুলিশ জানায়, শুক্রবার বিকেল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় টঙ্গী পূর্ব থানাধীন স্টেশন রোড ফ্লাই ওভারের ওপর, মধুমিতা ফায়ার সার্ভিসের গলি এবং নতুন বাজার এলাকায় ভিন্ন ভিন্ন অভিযান চালিয়ে ১৮ জন ছিনতাইকারী আটক করা হয়। ওই ঘটনায় দুটি ডাকাতির প্রস্তুতি এবং একটি অস্ত্র মামলা রুজু হয়েছে। এদের দখল থেকে ৫টি ছোরা, ২টি সুইচ গিয়ার ও ১০টি চাকু উদ্ধার করা হয়েছে। </p> <p style="text-align:justify">টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরিদুল ইসলাম কালের কণ্ঠকে বলেন, আটক ছিনতাইকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।</p>