<p>নেত্রকোনায় অবসরপ্রাপ্ত এক কলেজ শিক্ষকের লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১০ জানুয়ারি) শহরের বড়বাজার এলাকায় নিজ ঘর থেকে তার লাশ উদ্ধার করা হয়।</p> <p>নিহত শিক্ষক দীলিপ কুমার রায় (৭১) আবু আব্বাছ ডিগ্রি কলেজের কৃষিশিক্ষা বিভাগের অবসরপ্রাপ্ত শিক্ষক ছিলেন। </p> <p>পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, পরিবারের সদস্যরা ঢাকায় অবস্থান করায় বৃহস্পতিবার রাতে দীলিপ রায় বাসায় একাই ছিলেন। ওই দিন রাতের খাবার খেয়ে ঘরের দরজা বন্ধ করে ঘুমান তিনি। শুক্রবার সকাল ৭টার দিকে গৃহকর্মী তাকে ডাকাডাকি করে কোনো সাড়া না পেয়ে চলে যান। পরে সকাল সাড়ে ১০টার দিকে তার স্ত্রী বিভা সাহা ঢাকা থেকে বাসায় পৌঁছে ঘরের দরজায় তালা দেখতে পান। এক পর্যায়ে প্রতিবেশীদের সহায়তায় দরজার তালা ভেঙে তিনি ভেতরে প্রবেশ করে খাটের নিচে মেঝেতে স্বামীর রক্তাক্ত দেহ দেখতে পান।</p> <p>নেত্রকোনা সদর থানার (ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহ নেওয়াজ জানান, দিলীপ রায়ের মাথায় ধারালো অস্ত্রের আঘাত ছিল। দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্রের আঘাতে হত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। </p> <p>নেত্রকোনা অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) লুৎফর রহমান বলেন, ঘটনা তদন্তে পুলিশের একাধিক দল মাঠে কাজ করছে। পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।</p>