<p>শীতকালে সকালের হাঁটা একটি ভালো অভ্যাস। কিন্তু অনেক সময় আমরা দৈনন্দিন রুটিনের অংশ হিসেবে সকালে হাঁটতে যাওয়ার সময় কিছু ভুল করে ফেলি, যা আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে। ফলে এটি আমাদের স্বাস্থ্যের ওপর খারাপ প্রভাব ফেলে।</p> <p>কোন কাজগুলো সকালে হাঁটতে যাওয়ার আগে করা উচিত নয়, যা শরীরের জন্য ক্ষতি করতে পারে। চলুন জেনে নেওয়া যাক।</p> <p><strong>ঠাণ্ডা পানি পান</strong></p> <p>সকালে হাঁটার আগে কখনো ঠাণ্ডা পানি পান করা উচিত নয়। শীতকালেও অনেকের ফ্রিজের পানি খাওয়ার অভ্যাস থাকে। এটি অনেকের স্বাস্থ্যের ওপর খারাপ প্রভাব ফেলে। তাই বিছানা থেকে ওঠার সঙ্গে সঙ্গে সঙ্গে ঠাণ্ডা পানি পান করা উচিত নয়। বিশেষজ্ঞরা জানান, কখনো কখনো ঠাণ্ডা পানি পান করা শরীরের জন্য ক্ষতিকর। বিশেষ করে সকালে হাঁটতে যাওয়ার আগে। এটি হার্টকে প্রভাবিত করতে পারে। এ ছাড়া এই অভ্যাস হার্ট অ্যাটাকের কারণ হতে পারে।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="চোখের স্বাস্থ্য ভালো রাখবে যে তিন সবজি" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2025/01/06/1736182066-db42d64b0ec45c8434ec6974ab35210b.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>চোখের স্বাস্থ্য ভালো রাখবে যে তিন সবজি</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/lifestyle/2025/01/06/1465781" target="_blank"> </a></div> </div> <p><strong>চা কফি পান</strong></p> <p>চা বা কফি খাওয়া উচিত নয়। সকালের হাঁটার আগে কখনো চা-কফি পান করা উচিত নয়। এই অভ্যাস শরীরের জন্য ক্ষতিকর। এটি হাঁটার পর পান করতে পারেন। অনেকে আছেন যারা সকালে হাঁটতে যাওয়ার আগে চা কফি পান করেন। বিশেষজ্ঞরা জানান, এটি শরীরের জন্য ক্ষতিকর। কারণ শীতকালে গরম কিছু পান করার পর ঠাণ্ডা আবহাওয়ায় হাঁটতে যান, এটি শরীরের ওপর প্রভাব ফেলে। এ ছাড়া এর ফলে হার্টের সমস্যাও হতে পারে।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="শীতে ঠোঁট ফাটা রোধের ঘরোয়া উপায়" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2025/01/03/1735890818-03d5c6705e07d336490f1c78b3aff8a6.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>শীতে ঠোঁট ফাটা রোধের ঘরোয়া উপায়</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/lifestyle/2025/01/03/1464439" target="_blank"> </a></div> </div> <p><strong>গোসল করা</strong></p> <p>সকালে গোসল করে মাথা ভেজা রেখে হাঁটা উচিত নয়। অনেকের হাঁটলে গরম অনুভূত হয়, যার ফলে মাথা ভিজিয়ে গোসল করে হাঁটেন। আবার হাঁটার পর গোসল করেন। বিশেষজ্ঞরা জানান, এটি শরীরের জন্য ভীষণভাবে ক্ষতিকর। এর জন্য সর্দি-কাশি হওয়ার ঝুঁকি বেড়ে যায়। এ ছাড়া এটি মস্তিষ্কের স্নায়ুর জন্যও খুবই বিপজ্জনক।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="শীতে সর্দি-কাশি, অ্যান্টিবায়োটিক খেয়ে বিপদ বাড়াচ্ছেন না তো?" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/28/1735375533-66debcbee022ec3917012d38bdd31c30.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>শীতে সর্দি-কাশি, অ্যান্টিবায়োটিক খেয়ে বিপদ বাড়াচ্ছেন না তো?</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/lifestyle/2024/12/28/1462280" target="_blank"> </a></div> </div> <p>সূত্র : ইটিভি</p>