<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সারা দেশে শীতের অনুভূতি খানিকটা বেড়েছে গত দুই দিনে। বেড়েছে কুয়াশার ঘনত্ব ও ব্যাপ্তিকালও। দেশের পাঁচ জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহও বয়ে গেছে গতকাল বৃহস্পতিবার। তবে আজ শুক্রবার থেকে আবার কুয়াশা কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। দিন ও রাতের তাপমাত্রা বেড়ে শীতের অনুভূতিও কমতে পারে আগামী কয়েক দিনে।   </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">জানতে চাইলে আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক গতকাল রাতে কালের কণ্ঠকে বলেন, শুক্রবার সকাল পর্যন্ত শীতের অনুভূতি কিছুটা বেশি থাকতে পারে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে উষ্ণতা বাড়তে পারে। ফলে শীতের অনুভূতিও কমতে পারে। দেশের পূর্বাঞ্চল, বিশেষ করে সিলেট, চট্টগ্রামের কিছু অংশে এবং ঢাকার পূর্বাঞ্চলের কিছু অংশে মাঝারি থেকে ঘন কুয়াশা থাকতে পারে সকাল পর্যন্ত। এ ছাড়া দেশের অন্যান্য অংশে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আরেক আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান বলেন, আগামী কয়েক দিন পর্যাপ্ত সূর্যের আলো থাকতে পারে। ফলে শীতের অনুভূতি ততটা তীব্র হবে না। তবে দু-তিন দিন পর তাপমাত্রা আবার কিছুটা কমতে পারে।</span></span></span></span></span></p> <p style="text-align:left"> </p>