<p>জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) বসুন্ধরা শুভসংঘের আয়োজনে মাদক নির্মূলে জনসচেতনতা সৃষ্টিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এ সময় বাংলাদেশ থেকে মাদক নির্মূলে দৃঢ়প্রতিজ্ঞ হন শিক্ষার্থীরা।</p> <p>গতকাল বৃহস্পতিবার (৯ জানুয়ারি) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্য চত্বরে এ মানববন্ধন হয়। এ সময় বসুন্ধরা শুভসংঘ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সভাপতি মো. জুনায়েত শেখের সঞ্চালনায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এ সময় উপস্থিত শিক্ষার্থীরা মাদক নির্মূলে দৃঢ় প্রতিজ্ঞ ও শপথ নেন।</p> <p>এ ছাড়া ‘মাদক ছাড়ুন জীবন গড়ুন, মাদক ছাড়লে জীবন হাসবে, মাদকমুক্ত সমাজ গড়ি, বাংলাদেশকে বাঁচাই, মাদকমুক্ত সমাজ আমাদের অঙ্গীকার, নেশার ছায়া মুছে দাও, আলোর পথে হেঁটে যাও, মাদকের জন্য না, জীবনের জন্য হ্যাঁ-সহ নানা ব্যানার ও ফেস্টুন নিয়ে শিক্ষার্থীরা মানববন্ধনে দাঁড়ান। </p> <p>মানববন্ধনে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী ইয়াসিন পিয়াস বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে মাদক সেবনের একটা ট্রেন্ড লক্ষ করা যাচ্ছে। শিক্ষার্থী দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠে পড়াশোনা করার পরও মাদকের সঙ্গে যুদ্ধ করতে পারছে না। গ্রামেও নেশাদ্রব্যের ছড়াছড়ি বেড়েছে। এখন সচেতন হওয়ার সময়।  জনসচেতনতা সৃষ্টিতে কাজ করে যেতে হবে শিক্ষার্থীদের।’</p> <p>বাংলা বিভাগের শিক্ষার্থী মাসুদ রানা বলেন, ‘গ্রামের স্থানে স্থানে মাদকের আড্ডা চলছে। হাইস্কুলের ছোট ছোট ছেলেরা মাদকের সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছে। শহর, ক্যাম্পাস ও শিক্ষা প্রতিষ্ঠানেও মাদকের আড্ডা বেড়েছে। এসবের বিরুদ্ধে আমাদের অবস্থান নিতে হবে।’</p> <p>বসুন্ধরা শুভসংঘের জবি শাখার সভাপতি মো. জুনায়েত শেখ বলেন, ‘আজ এই মানববন্ধনের বার্তা একটাই- আমাদের সচেতন হতে হবে। সবাইকে সচেতন করতে হবে। সর্বোচ্চ প্রচেষ্টায় সমাজ থেকে মাদক নির্মূল করতে হবে। আপনারা বসুন্ধরা শুভসংঘে যুক্ত হন। ভালো কাজে অংশ নিয়ে মাদক থেকে দূরে থাকুন।’</p> <p>এ সময় বিশ্বিবদ্যালয় শুভসংঘের সহসভাপতি ইব্রাহিম খলিল, রাকিবুল ইসলাম রাব্বি, যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর আনজুম, সাংগঠনিক সম্পাদক মাহমুদুল ইসলাম মামুন, সহ অর্থ সম্পাদক মাসুদ রানা, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সাজেদুর রহমান, আইন বিষয়ক সম্পাদক সাকেরুল ইসলাম ও কার্যকরী সদস্য মুনির উদ্দিন শেখ উপস্থিত ছিলেন।</p>