<p>চট্টগ্রামের সীতাকুণ্ডে শাহাদাত ইফাম নামের এক যুবক আত্মহত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) রাতের এই ঘটনার জেরে তার প্রেমিকার বাড়ি ভাঙচুর করেছে ইফামের বন্ধুরা।</p> <p>ইফাম মুরাদপুর ইউনিয়নের উকিলপাড়া গ্রামের মো রফিক আলমের ছেলে। তিনি এসএসসি পরীক্ষার্থী ছিলেন।</p> <p>স্থানীয় সূত্র জানায়, এক এসএসসি পরীক্ষার্থীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে উঠে ইফামের। প্রেমিকার অন্যত্র বিয়ে ঠিক হলে তাকে বিয়ে করতে পরিবারের সম্মতি চান ইফাম। কিন্তু তার পরিবার এত অল্প বয়সী ছেলেকে বিয়ে করাতে রাজি হয় না। এই অভিমানে বৃহস্পতিবার রাতে তিনি আত্মহত্যা করেন।</p> <p>সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমান বলেন, 'পরিবারের বকুনি খেয়ে ছেলেটি নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। ময়নাতদন্ত ছাড়াই মরেদহ নিয়ে গেছেন তার সহপাঠী ও অভিভাবকরা। পরে বন্ধুরা একটি বাড়িতে হামলা চালিয়েছে বলে শুনেছি। কিন্তু এ বিষয়ে কেউ অভিযোগ করেনি।'</p>