<p style="text-align:justify">জলবায়ু পরিবর্তন ও সংরক্ষণ প্রতিবেদন এবং আলোচনা দক্ষতা উন্নয়নে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হচ্ছে আগামীকাল শনিবার। কক্সবাজারের হিমছড়ি জাতীয় উদ্যানের নিসর্গ কমিউনিটি সেন্টারে এ কর্মশালাটি অনুষ্ঠিত হবে।</p> <p style="text-align:justify">কর্মশালায় চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান এবং খাগড়াছড়ি থেকে ৪০ জনেরও বেশি সাংবাদিক অংশগ্রহণ করবেন।</p> <p style="text-align:justify">যুক্তরাজ্য সরকারের ডিপার্টমেন্ট ফর এনার্জি সিকিউরিটি অ্যান্ড নেট জিরো (ডিইএসএনজেড) এবং ক্লাইমেট অ্যাম্বিশন সাপোর্ট অ্যালায়েন্সের (সিএএসএ) সহযোগিতায় বাংলাদেশে প্রকল্প বাস্তবায়নে নেতৃত্ব দেওয়া ন্যাচার কনজারভেশন ম্যানেজমেন্ট (ন্যাকম) ও জলবায়ু পরিবর্তন অনলাইন নিউজ পোর্টাল দ্য ক্লাইমেট ওয়াচ, স্ট্রেনদেনিং দ্য নেগোসিয়েটরস : এমপাওয়ারিং বাংলাদেশি স্টেকহোল্ডারস ইন দ্য ইউএনএফসিসি নেগোসিয়েশনস’ প্রকল্পের আওতায় এই কর্মশালার আয়োজন করা হয়েছে।</p> <p style="text-align:justify">কর্মশালার মূল লক্ষ্য হলো সাংবাদিকদের এমন জ্ঞান, দক্ষতা ও সরঞ্জামে সজ্জিত করা, যা বাংলাদেশের জাতীয় জলবায়ু অগ্রাধিকারকে বৈশ্বিক মঞ্চে তুলে ধরতে সাহায্য করবে। এটি অংশগ্রহণকারীদের ইউএনএফসিসিসি কাঠামো, আন্তর্জাতিক জলবায়ু আলোচনা প্রক্রিয়া এবং অভিযোজন, প্রশমন, ন্যায়সঙ্গত রূপান্তর, জলবায়ু অর্থায়ন, ক্ষতি ও ক্ষতিপূরণ, এবং জেন্ডার মেইনস্ট্রিমিংয়ের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো সম্পর্কে গভীর ধারণা প্রদান করবে।</p> <p style="text-align:justify">সাংবাদিকদের এই জ্ঞান দিয়ে সজ্জিত করার মাধ্যমে কর্মশালাটি তাদের বাংলাদেশের জলবায়ু চ্যালেঞ্জ ও সফলতার ওপর আরো কার্যকরভাবে প্রতিবেদন তৈরি করতে, আন্তর্জাতিক সমর্থনের জন্য জোরালোভাবে প্রচারণা চালাতে এবং বৈশ্বিক জলবায়ু আলোচনায় জাতির কণ্ঠকে শক্তিশালী করার জন্য একটি সংহত গল্প তৈরিতে অবদান রাখতে সহায়তা করবে।</p> <p style="text-align:justify">কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ন্যাকমের নির্বাহী পরিচালক এসএম মঞ্জুরুল হান্নান খান। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন ব্রিটিশ হাইকমিশন ঢাকার ফরেন, কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিসের জলবায়ু ও পরিবেশ বিষয়ক উপদেষ্টা ড. এ এস এম মারজান নূর।</p> <p style="text-align:justify">কর্মশালার বিভিন্ন সেশনে আলোচনা করবেন সাংবাদিক ও ‘দ্য ক্লাইমেট ওয়াচ’-এর লিড রিসার্চার শাহনেওয়াজ রিটন, দ্য ডেইলি পিপলস ভিউয়ের নির্বাহী সম্পাদক সালেহ নোমান, দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের ব্যুরো চিফ শামসুদ্দিন ইলিয়াস স্বতন্ত্র সাংবাদিক ও আইভিএলপি অ্যালামনাই এ এস এম সুজা উদ্দিন, ড. এস এম মঞ্জুরুল হান্নান খান এবং ন্যাকমের আঞ্চলিক সমন্বয়ক মো. শফিকুর রহমান।</p>