ঢাকা, বুধবার ২৩ এপ্রিল ২০২৫
১০ বৈশাখ ১৪৩২, ২৩ শাওয়াল ১৪৪৬

ঢাকা, বুধবার ২৩ এপ্রিল ২০২৫
১০ বৈশাখ ১৪৩২, ২৩ শাওয়াল ১৪৪৬

ইলেকট্রনিক মেইল

  • অষ্টম শ্রেণির তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বইয়ের পঞ্চম অধ্যায়ে তোমরা ইলেকট্রনিক মেইল সম্পর্কে জেনেছ। এ প্রযুক্তিতে ইন্টারনেটের মাধ্যমে চিঠি আদান-প্রদান করা যায়—
এস এম তহমিদ
এস এম তহমিদ
শেয়ার
ইলেকট্রনিক মেইল
প্রায় প্রতিটি ওয়েবসেবার অ্যাকাউন্ট তৈরিতে একটি ই-মেইল আইডির দরকার হয়। ছবি : সংগৃহীত

ইলেকট্রনিক মেইল এর সংক্ষিপ্ত নাম ই-মেইল। এ নামই বেশি পরিচিত। ইন্টারনেট ব্যবহারের প্রথম ধাপই হচ্ছে নিজের একটা ই-মেইল আইডি তৈরি করা। প্রায় প্রতিটি ওয়েবসেবার অ্যাকাউন্ট তৈরিতে একটি ই-মেইল আইডির দরকার হয়।

১৯৭১ সালে নেটওয়ার্কের মাধ্যমে প্রথম ইলেকট্রনিক চিঠি আদান-প্রদান করেন রে টিমলিনসন।

তখন থেকে প্রাপকের নামের পর ‘@’ চিহ্নজুড়ে সিস্টেমের ঠিকানা যুক্ত করে ই-মেইল অ্যাড্রেস তৈরির প্রচলন শুরু হয়। ১৯৭০-এর দশকের পুরোটাই ই-মেইল সেবাদানকারী প্রতিষ্ঠানের সংখ্যা বাড়তে থাকে। আধুনিক ই-মেইল সেবায় ব্যবহৃত বিভিন্ন প্রটোকলের পূর্বসূরি ‘সিম্পল মেইল ট্রান্সফার প্রটোকল’ (এসএমটিপি) প্রথম ব্যবহৃত হয় ১৯৮৩ সালে।

পরবর্তী সময়ে ‘পোস্ট অফিস প্রটোকল ৩’ (পিওপি৩) এবং ‘ইন্টারনেট মেসেজ অ্যাকসেস প্রটোকল’ (আইএমএপি) তৈরি হয় ১৯৯০-এর দশকের শেষভাগে। এখনো এ দুটি প্রটোকল ব্যবহার করেই ই-মেইল সেবা কাজ করে। গুগলের মেইলসেবা জিমেইলই এখন সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। ই-মেইলের পাশাপাশি একই অ্যাকাউন্টে গুগলের অন্যান্য সেবাও ব্যবহার করা যায়।

এর আগে ইয়াহু মেইল ছিল সবচেয়ে জনপ্রিয়। পাশাপাশি হটমেইলও ব্যবহার করত অনেকে। হটমেইল এখন আউটলুক মেইল নামে পরিচিত। অনেক শিক্ষা ও ব্যাবসায়িক প্রতিষ্ঠানেরও আছে নিজস্ব ই-মেইল সেবা। ব্রাউজারের মাধ্যমে ই-মেইল সেবার ওয়েবসাইটে প্রবেশ করে মেইল আদান-প্রদান করা যায়।

তবে বেশির ভাগ ক্ষেত্রেই ফোন ও ট্যাবে ই-মেইলের অ্যাপ ব্যবহৃত হয়ে থাকে। কম্পিউটারে ই-মেইল আদান-প্রদানের জন্য গুগল ক্রোম, মজিলা থান্ডারবার্ড বা মাইক্রোসফট আউটলুক অ্যাপ এখনো বেশ জনপ্রিয়। প্রতারণামূলক বা অযাচিত বিজ্ঞাপনমূলক মেইলকে বলা হয় স্প্যাম।

এ জন্য প্রতিটি ই-মেইল সেবাদানকারী প্রতিষ্ঠান বাড়তি নিরাপত্তা হিসেবে স্প্যামগার্ড ব্যবহার করে। এর পরও কিছু স্প্যাম ঠিকই ইনবক্সে পৌঁছে যায়। এ ধরনের মেইলে থাকা লিংকে ক্লিক করা অনুচিত। এতে তথ্য বেহাত হওয়াসহ নানা ধরনের ক্ষতির সম্মুখীন হতে পারে ব্যবহারকারী।

ই-মেইল আইডিতে অনধিকার প্রবেশের চেষ্টা করে হ্যাকাররা। তাই শক্তিশালী পাসওয়ার্ড ও টু-ফ্যাক্টর অথেন্টিকেশন সিস্টেম চালু করা জরুরি। পাশাপাশি সন্দেহজনক লিংকে ক্লিক করার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে।

মন্তব্য

সম্পর্কিত খবর

কুয়েটে হলের তালা ভেঙে প্রবেশ করেছেন নারী শিক্ষার্থীরা

খুলনা অফিস
খুলনা অফিস
শেয়ার
কুয়েটে হলের তালা ভেঙে প্রবেশ করেছেন নারী শিক্ষার্থীরা
সংগৃহীত ছবি

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) রোকেয়া হলের তালা ভেঙে প্রবেশ করেছেন আন্দোলনরত নারী শিক্ষার্থীরা। মঙ্গলবার (২২ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ২০-২৫ জন শিক্ষার্থীর একটি দল হলের তালা ভেঙে প্রবেশ করে।

বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মাছুদের পদত্যাগের এক দফা দাবিতে শিক্ষার্থীদের আমরণ অনশন চলার মধ্যেই এ ঘটনা ঘটেছে।

এর আগে গত ১৫ এপ্রিল পাঁচটি আবাসিক হলের তালা ভেঙে প্রবেশ করেন শিক্ষার্থীরা।

সেদিন দুপুরে কয়েক শ শিক্ষার্থী প্রথমে ফজলুল হক হলের তালা ভাঙেন। তারপর অমর একুশে হল, ড. এম এ রশিদ হলসহ আরো দুটি হলের তালা ভেঙে প্রবেশ করেন।

গত ১৮ ফেব্রুয়ারি কুয়েটে শিক্ষার্থীদের দুই গ্রুপের সংঘর্ষ হয়। সেদিন সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে ক্যাম্পাসে ছাত্ররাজনীতি বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল হয়।

শিক্ষার্থীদের দাবি, ওই মিছিলে ছাত্রদল বহিরাগতদের নিয়ে হামলা করে।

প্রাসঙ্গিক
মন্তব্য

শিক্ষার্থীদের সংঘর্ষের জেরে ঢাকা কলেজ ২ দিন বন্ধ ঘোষণা

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
শিক্ষার্থীদের সংঘর্ষের জেরে ঢাকা কলেজ ২ দিন বন্ধ ঘোষণা
সংগৃহীত ছবি

শিক্ষার্থীদের সংঘর্ষের জেরে ঢাকা সিটি কলেজের পর ঢাকা কলেজও বুধবার ও বৃহস্পতিবার বন্ধ ঘোষণা করেছে।

মঙ্গলবার (২২ এপ্রিল) সন্ধ্যায় কলেজের (অধ্যক্ষ) ভারপ্রাপ্ত অধ্যাপক পারভীন সুলতানা হায়দারের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, একাদশ, অনার্স ও মাস্টার্স শ্রেণির ক্লাস আগামী বুধ ও বৃহস্পতিবার (২৩ ও ২৪ এপ্রিল) স্থগিত করা হয়েছে। তবে অনার্স ও মাস্টার্স শ্রেণির ব্যবহারিক ও মৌখিক পরীক্ষাসমূহ পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে।

এর আগে সংঘাত এড়াতে দুই দিনের জন্য ঢাকা সিটি কলেজও বন্ধ ঘোষণা করা হয়। প্রতিষ্ঠানটির অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) এফ এম মোবারক হোসাইন বিকেলে এ ঘোষণা দেন।

দুপুরে সংঘর্ষের জেরে পুরো সায়েন্সল্যাব এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। থেমে থেমে ককটেল বিস্ফোরণ এবং ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে বিকেল পর্যন্ত।

সংঘর্ষের ঘটনায় নিউ মার্কেটের দুই পাশের সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

পুলিশের রমনা বিভাগের ডিসি মাসুদ আলম জানান, পূর্বশত্রুতার জেরেই দুই কলেজ সংঘর্ষে জড়ায়। এ ঘটনায় এখন পর্যন্ত আহত হয় ১৫ জনের অধিক শিক্ষার্থী।

তবে সিটি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের দাবি, তার প্রতিষ্ঠানেরই গুরুতর আহত হয়েছেন অন্তত ২৫ শিক্ষার্থী।

মন্তব্য

আন্দোলন সাময়িক স্থগিত ঘোষণা করলেন পলিটেকনিক শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
আন্দোলন সাময়িক স্থগিত ঘোষণা করলেন পলিটেকনিক শিক্ষার্থীরা
সংগৃহীত ছবি

৬ দফা দাবি আদায়ে চলমান আন্দোলন কর্মসূচি সাময়িক স্থগিত করার ঘোষণা দিয়েছেন কারিগরি ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।

মঙ্গলবার (২২ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক বার্তায় শিক্ষার্থীদের প্ল্যাটফরমের সেল সম্পাদক মো. সাব্বির আহমেদ এ তথ্য জানান।

তিনি জানান, দেশের বিভিন্ন কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছেন। এই আন্দোলনের যৌক্তিকতা বিবেচনায় নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ সম্প্রতি এক অফিস আদেশের মাধ্যমে একটি কমিটি গঠন করেছে, যা শিক্ষার্থীদের ৬ দফা বাস্তবায়নের রূপরেখা প্রণয়নের লক্ষ্যে কাজ করবে।

আরো জানান, কমিটিতে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব (পরিকল্পনা ও উন্নয়ন), যুগ্ম সচিব (কারিগরি অধিশাখা-১), আইডিইবি, আইইবি, সাবেক পলিটেকনিক অধ্যক্ষ, পরিচালক (ডিটিই), প্রকল্প পরিচালক ( ইঞ্জিনিয়ারিং কলেজ) এবং আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতিনিধি অন্তর্ভুক্ত রয়েছেন। একই সঙ্গে শিক্ষা মন্ত্রণালয় এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে আন্দোলনকারীদের প্রতি শ্রদ্ধা ও সহমর্মিতা জানিয়েছে ও রূপরেখা প্রণয়নে ৩ সপ্তাহ সময় চেয়েছে। এই পদক্ষেপের পরিপ্রেক্ষিতে কারিগরি ছাত্র আন্দোলন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি সমর্থন জানিয়ে সাময়িকভাবে আন্দোলন স্থগিত করার সিদ্ধান্ত গ্রহণ করেছে।

যদি উল্লেখিত ৬ দফা দাবির বাস্তবায়ন ও কারিগরি সংস্কার কমিশন গঠন যথাযথভাবে না হয় কিংবা প্রক্রিয়ায় গড়িমসি লক্ষ করা যায়, তাহলে পুনরায় বিক্ষোভ ও আন্দোলন আরো বেগবান করতে বাধ্য হবেন, বলেন ওই বার্তায়।

শিক্ষার্থীদের আশা, সংশ্লিষ্ট সব দপ্তর ও মন্ত্রণালয় শিক্ষার্থীদের দাবি দ্রুত বাস্তবায়নের মাধ্যমে দেশের কারিগরি শিক্ষাব্যবস্থার কাঙ্ক্ষিত উন্নয়ন নিশ্চিত করবে।

মন্তব্য

প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য ড. নসরুল কাদির

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
শেয়ার
প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য ড. নসরুল কাদির
সংগৃহীত ছবি

চট্টগ্রাম সিটি করপোরেশন (সিসিসি) পরিচালিত একমাত্র উচ্চশিক্ষা প্রতিষ্ঠান প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের অধ্যাপক ড. এস এম নসরুল কাদির। 

মঙ্গলবার (২২ এপ্রিল) বিকেলে বিষয়টি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।

ড. এস এম নসরুল কাদির চট্টগ্রামে জন্মগ্রহণ করেন। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ ও এমবিএ ডিগ্রি অর্জন করেন এবং পরবর্তীতে অর্থনীতি ও ফিন্যান্স বিষয়ে পিএইচডি ডিগ্রি লাভ করেন।

দীর্ঘদিন ধরে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদে শিক্ষকতা করছেন এবং ফিন্যান্স বিষয়ে গবেষণায় অবদান রেখে আসছেন।

মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও প্রশাসনিক কাঠামোকে আধুনিক ও গুণগতমানসম্পন্ন করার লক্ষ্যে এই নিয়োগ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, এর আগে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেন অধ্যাপক ড. অনুপম সেন। তার মেয়াদ শেষে হওয়ার আগেই অবসর নিয়েছেন তিনি।

পরে নতুন উপাচার্য নিয়োগের প্রক্রিয়া জন্য সুপারিশ করে সিসিসি।

মন্তব্য

সর্বশেষ সংবাদ