<p>অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার দায়ে মো. হায়দার আলী (৩২) নামের এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন বান্দরবান অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত। মঙ্গলবার (১৪ জানুয়ারি) আসামির উপস্থিতিতে বিচারক অরুণ পাল এই আদেশ দেন। একই সঙ্গে ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ের আরো দুই মাসের কারাদণ্ড দেওয়া হয়।</p> <p>হায়দার রাঙামাটি রাইখালী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের খন্তাকাটা গ্রামের মৃত লতিফুর রহমানের ছেলে।</p> <p>এজাহার সূত্রে জানা গেছে, সাত বছর আগে নিহত রুপা আক্তারকে বিয়ে করেন হায়দার। স্ত্রীকে নিয়ে চাচির বাড়িতে বেড়াতে যাবে বলে বের হন তিনি। সন্ধ্যায় পেরিয়ে গেলও বাড়িতে ফেরেন না রুপা। </p> <p>২০২১ সালে ৮ আগস্ট গলাচিপা মুসলিমপাড়া এলাকায় মুখ ও হাত বাঁধা অবস্থায় সড়কের পাশের ঝোপঝাড় থেকে অজ্ঞাত নারী লাশ পাওয়া যায়। পরবর্তীতে ভুক্তভোগী পরিবার মৃতদেহটি চিহ্নিত করে সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায়। হত্যা মামলা করেন রুপার বাবা নুরুল ইসলাম।</p> <p>নুরুল ইসলাম বলেন, দীর্ঘ ৪ বছর পর মেয়ে হত্যা মামলার আসামিকে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।</p> <p>জেলা ও দায়রা জজ আদালতে পাবলিক প্রসিকিউটর মো. আলমগীর চৌধুরী বলেন, আসামির বিরুদ্ধের সাক্ষ্য গ্রহণের পর সত্য প্রমাণিত হওয়ায় এবং স্বীকারোক্তিমূলক জবানবন্দি শেষে আসামিকে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।</p>