<p>পাকিস্তানের পূর্বাঞ্চলীয় পাঞ্জাব প্রদেশের এক ব্যস্ত বাজারে এমন এক ব্যক্তি খাবার বিক্রি করেন, যাকে স্থানীয়রা নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মতো দেখতে বলে মনে করেন। তার এই অদ্ভুত সাদৃশ্যের কারণে তিনি অন্যদের তুলনায় বেশি ক্রেতা ও মনোযোগ আকর্ষণ করছেন।</p> <p>ট্রাম্পের মতো দেখতে সেলিম বাগ্গা মূলত পুডিং বিক্রি করেন। তার কাছ থেকে পুডিং কিনতে বিশেষভাবে পছন্দ করেন স্থানীয় বাসিন্দা মোহাম্মদ ইয়াসিন। তিনি বলেন, ‘আমাদের মনে হয়, যেন ট্রাম্প এখানে এসে ক্ষীর (পুডিং) বিক্রি করছেন। যখন তিনি গান গেয়ে ক্ষীর বিক্রি করেন, তখন আমরা তার কাছে যাই।’</p> <p>৫৩ বছর বয়সী বাগ্গা তার রঙিন কাঠের গাড়ি ঠেলে দুধ দিয়ে তৈরি এই পুডিং বিতরণ করেন। শীত থেকে বাঁচতে বাদামি ধূসর রঙের সালোয়ার-কামিজের ওপর কালো জ্যাকেট পরিহিত বাগ্গা রাস্তায় হাঁটেন। এ ছাড়া তার চুলের স্বর্ণাভ চুল তার বিশেষ বৈশিষ্ট্য। তিনি একদল দর্শনার্থীর সামনে পাঞ্জাবি গানের কথায় সুর তোলেন, ‘এখন তুমি আমার কাছে এসো প্রিয়, দেরি করো না, আমার চোখ অপেক্ষায় ক্লান্ত।’</p> <p>স্থানীয় বাসিন্দা ইমরান আশরাফ বাগ্গার সঙ্গে সেলফি তোলেন। তিনি বলেন, ‘তার ক্ষীর (পুডিং) সত্যিই মজাদার...আমরা তার সঙ্গে কথা বলি, সেলফি তুলি এবং আমাদের বন্ধুদের বলি যে আমরা ট্রাম্পের সঙ্গে ছবি তুলেছি।’</p> <p>বাজারে ও তার নিজ এলাকার আশপাশে ক্যামেরা ও এত মানুষের মনযোগ বাগ্গাকে অনুসরণ করলেও তিনি থাকেন নির্লিপ্ত। তিনি বলেন, ‘আমার চেহারা ডোনাল্ড ট্রাম্পের মতো, সে কারণেই লোকজন আমার সঙ্গে সেলফি তোলে...আমার খুব ভালো লাগে।’</p> <p>এরপর বাগ্গা আমন্ত্রণ জানান, ‘ডোনাল্ড ট্রাম্প সাহেব, আপনি নির্বাচন জিতেছেন, এখন এখানে এসে আমার ক্ষীর খান, আপনি সত্যিই উপভোগ করবেন।’</p> <p>সূত্র : রয়টার্স</p>